ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১২, ১০ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

ধামরাইয়ে ইটভাঁটি কর্মকর্তাকে অপহরণ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ে একটি অটোব্রিকস কারখানার প্রশাসনিক কর্মকর্তাকে কর্মস্থল থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। অপহৃত ব্যক্তির নাম দিদারুল আলম দিদার (৪০)। তিনি ধামরাইয়ের জয়পুরা ‘পাল সিএনজি এ্যান্ড ফিলিং স্টেশন’ এর কাছে ‘ক্যাপিটা’ নামের অটোব্রিকস কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া গ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দিদারকে তার কারখানায় দুই অজ্ঞাত ব্যক্তি ইট ক্রয় করার কথা বলে অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় কথা বলতে বলতে তারা বাইরে নিয়ে আসে দিদারকে। কথা বলার এক পর্যায়ে আগে থেকে অপেক্ষমাণ একটি কালো রঙের বড় মাইক্রোবাসে তিন ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেয়। পরে মাইক্রোবাসে করে তাকে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। ভিজিএফের চালসহ আটক তিন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দেবহাটা উপজেলায় ভিজিএফের সাড়ে ৬শ’ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চালগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলেনÑ উপজেলার নওয়াপাড়া গ্রামের ফজলুর রহমান, আসাদুর রহমান বুলু ও মাসুম বিল্লাহ। এদিকে স্থানীয় জনতা দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে চাল চুরির ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে। দায়িত্বশীল সূত্র জানায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকার গরিব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু করে। এ কর্মসূচীর আওতায় নওয়াপাড়া ইউনিয়নে বিতরণকৃত চালের মধ্যে ৫৫ বস্তা চাল ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাসেমসহ অন্য ইউপি সদস্যরা যোগসাজশে আজগর আলী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। আজগর আলী ওই চাল স্থানীয়দের কাছে বিক্রি করেন। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে ফজলুর রহমান, আসাদুর রহমান বুলু, মাসুম বিল্লাহ ও আজগর আলীর বাড়ি থেকে ১৩টি বস্তাভর্তি সাড়ে ৬শ’ কেজি চাল উদ্ধার করে পুলিশে খবর দেয়। সুন্দরবনে ১১ মৎস্যজীবীকে অপহরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে বনদস্যু সাগর বাহিনী জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করেছে। শুক্রবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধিরচর এলাকায় মাছ শিকারকালে জেলেবহরে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে জেলেদের আপহরণ করে। অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলেদের উদ্ধারে একযোগে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান জানান, শুক্রবার সকালে একটি জেলেবহর বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধিরচর এলাকায় মাছ শিকারকালে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা জেলেদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ১১টি ট্রলার থেকে হতে একজন করে জেলেকে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। এ সময় বনদস্যুরা এসব ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছও লুটে নেয়। অপহৃত এসব জেলের বাড়ি বাগেরহাটের চিলা, উলুবুনিয়া ও রামপাল এলাকায়। ঝিনাইদহে আহত হাজতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৯ সেপ্টেম্বর ॥ জেলা কারাগারে বিচারাধীন মামলার দু’হাজতির মধ্যে মারামারিতে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল ইসলাম (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। নিহত হাজতি রেজাউল ইসলাম শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। গত ৫ সেপ্টেম্বর কারাগারে খাবার নিয়ে দু’হাজতির মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জেল সুপার ঝিনাইদহ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঝিনাইদহ জেল সুপার গোলাম হোসেন জানান, কারাগারে খাবার বিতরণকে কেন্দ্র করে হত্যা মামলায় আটক হাজতি রেজাউল ও নারী নির্যাতন মামলায় আটক শহিদুল ইসলামের মধ্যে মারামারি হয়। এ সময় ডাল তোলা চামচ দিয়ে দু’জন মারামারিতে লিপ্ত হয়। এক পর্যায়ে রেজাউলকে উপরে তুলে আছাড় মারলে তিনি গুরুতর আহত হন। আহত রমেক কর্মচারী ইউনিয়ন নেতার মৃত্যু সংবাদদাতা, রংপুর, ৯ সেপ্টেম্বর ॥ প্রতিপক্ষের হামলায় আহত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান শুক্রবার সকালে মারা গেছেন । প্রতিপক্ষের হামলার শিকার হয়ে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। সাংগঠনিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, রমেক হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের সঙ্গে ইউনিয়নের অন্য নেতাদের সাংগঠনিক বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে সম্প্রতি কমিটির ১৭ সদস্যের মধ্যে সভাপতিসহ ১৫ জনই পদত্যাগ করেন। গত ৩০ আগস্ট সন্ধ্যায় হাসপাতাল ক্য্যাম্পাসে ৮ থেকে ১০ জনের একটি দল মোখলেছুর রহমানকে বেদম মারপিট করে। হত্যা ॥ আরও দুই তরুণ আটক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ সেপ্টেম্বর ॥ সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কানইর গ্রামের গৃহবধূ রেশমা বেগম হত্যার ঘটনায় আরও দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যে মতে হত্যাকা-ে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কানইর গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে আক্কাছ শেখ ও পাশের মীরের গট্টি গ্রামের আরজু শেখের ছেলে আলমাস শেখ। বৃহস্পতিবার রাতে ওই দুই গ্রামে অভিযান চালিয়ে ওই দুই তরুণকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার সকালে নিহতের ভাসুরের ছেলে সাব্বির শেখকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলার গট্টি ইউনিয়ন কানাইর গ্রামের একটি ধানক্ষেত থেকে গৃহবধূ রেশমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। কক্সবাজারে নৌকাডুবিতে দুই শিক্ষার্থী নিখোঁজ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু কলঘরসংলগ্ন বাঁকখালী নদী পারাপারের নৌকা ডুবে নিখোঁজ রয়েছে দুই স্কুলছাত্র। তাদের উদ্ধারে ফায়ার সার্ভি সন্ধ্যা সাড়ে ৬টা পর্ষন্ত চেষ্টা চালায়। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীরা হচ্ছে- দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র আবদুর রহমান ও একই এলাকার আসিফুর রহমান। দুর্ঘটনাকবলিত নৌকায় ১২-১৪ যাত্রী ছিল বলে জানা গেছে। মাগুরায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১২ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ সেপ্টেম্বর ॥ মাগুরার আসবা গ্রামে প্রাইমারী স্কুলের কমিটি গঠন নিয়ে দুদলের মধ্যে সংঘর্ষে এক মহিলাসহ ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে আনন্দ ম-ল, লক্ষ্মী ম-ল, পংকজ ম-ল নামে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ শুক্রবার সকালে ১০জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে প্রাইমারী স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে জনৈক সুব্রত বিশ্বাস ও শুধাংসু বিশ্বাসের সমর্থকদের মধ্যে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষ বেঁধে যায়। এ্যাম্বুলেন্সবিহীন স্বাস্থ্য কমপ্লেক্স সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৯ সেপ্টেম্বর ॥ দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চলছে এ্যাম্বুলেন্সবিহীন। ৯ ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র ৭ জন। এক্সরে মেশিন নেই, প্যাথলোজিস্ট ২জন থাকার কথা থাকলেও আছে ১ জন। টেলিফোন থাকলেও তা বিকল রয়েছে, ডেন্টিস্ট ২ জনের জায়গায় আছে একজন। জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদর থেকে ২ কিলোমিটার দূরে ১৯৭৩ সালে চিৎলায় অবস্থিত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগী আনা নেয়ার একমাত্র যান এ্যাম্বুলেন্স নেই প্রায় ১০ বছর। দূর-দূরান্ত থেকে রোগী আনা নেয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কোন মুমূর্ষু রোগী আনা-নেয়া করতে হলে বাড়তি সময় ব্যয় করে দামুড়হুদা, দর্শনা অথবা চুয়াডাঙ্গার ৮-১০ কিলোমিটার দূর থেকে এ্যাম্বুলেন্স অথবা মাইক্রোবাস নিয়ে আসতে হয়। হিজড়াদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৯ সেপ্টেম্বর ॥ হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর আওতায় সমাজকল্যাণ অধিদফতর জেলার প্রশিক্ষণপ্রাপ্ত হিজড়াদের মাঝে শুক্রবার সেলাই মেশিন বিতরণ করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সেলিম শাহ। বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুর রহিম, বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দীন হাওলাদার, জেলা হিজড়া জীবনমান উন্নয়ন কমিটির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। মোট ৫০ জন প্রশিক্ষত হিজড়াকে সেলাই মেশিন দেয়া হয়।
×