ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গদখালীতে ইউস্টোমার অভিষেক

প্রকাশিত: ০৬:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৬

গদখালীতে ইউস্টোমার অভিষেক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ফুলের রাজধানীখ্যাত গদখালীর ফুলের রাজ্যে বৃহস্পতিবার অভিষেক হলো ফুলের রানী ইউস্টোমার। টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদের অনুচারা উৎপাদনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাজশাহীর এগ্রোব্যাক বাংলাদেশে সম্পূর্ণ নতুন জাতের এই অলোকা ফুল নিয়ে এসেছে। গদখালী এলাকার পানিসারা গ্রামের ইসমাইল হোসেন ও নীলকণ্ঠ গ্রামের সাইফুল ইসলাম দুইশ’ পঞ্চাশটি করে চারা প্রদর্শনী প্লটে রোপণের মাধ্যমে নতুন এই জাত বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। আমদানিকৃত কাটফ্লাওয়ারের প্রতিটি স্টিকের বাজার দাম তিনশ’ টাকা। কৃষকরা এই ফুলের চাষ করলে বাণিজ্যিকভাবে ব্যাপক লাভবান হবেন। কেননা একটি চারা লাগানোর ৯০ দিনের মধ্যে ফুল সংগ্রহ করা যায়। তাছাড়া প্রতিটি চারা থেকে কমপক্ষে ৫টি স্টিক পাওয়া যায়। ইউস্টোমা চাষ করে চাষীরা অনায়াসে লাভবান হতে পারবেন। এ উপলক্ষে গদখালীতে বাংলাদেশ ফুলচাষী সমিতির মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এগ্রোব্যাকের উদ্ভিদ বিজ্ঞানী ও গবেষক মতিউর রহমান ইউস্টোমা ফুল চাষ সম্পর্কে আলোকপাত করেন। ইউস্টোমা ফুলের পরিচিতি : ইউস্টোমা ফুলের ইংরেজী নাম লিসিয়ানথাস এর বৈজ্ঞানিক নাম ইউস্টোমা গ্রান্ডিফোরাম জাপানী ভাষায় তরুকোগিকিও এবং আমেরিকাতে আমেরিকান গোলাপ নামেই পরিচিত। জেনেটিনসিয়া পরিবারের অন্তর্ভুক্ত বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ এটি। এটি মূল কা- এবং পাতায় বিভক্ত, পাতার রং নিলাভ সবুজ রঙের। গাছটি লম্বায় ২০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত হয়। এই ফুলটি দেখতে প্রায় গোলাপ ফুলের মতো। গত দশক থেকে জাপান, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ফুলের জনপ্রিয়তা ও বাণিজ্যিক উৎপাদন দিন দিন বেড়েই চলেছে।
×