ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ২ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৭:৫৩, ৬ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী ২ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩ অক্টোবর থেকে নাগরিকদের হাতে স্মার্টকার্ড পৌঁছে কাজ শুরু করতে যাচ্ছে ইসি। এর আগে ২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রাথমিকভাবে রাজধানী ঢাকা ও কুড়িগ্রামের রৌমারীর একটি চরে স্মার্টকার্ড বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোঃ সিরাজুল ইসলাম। সোমবার স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ইসির প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি চরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ঢাকার দুই সিটিতে। প্রায় ৫০ লাখ ভোটারকে কার্ড দেয়া হবে। ফলে প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প করে ১০ দিন ধরে বিতরণ কার্যক্রম চলবে। তবে যেসব ওয়ার্ডে লক্ষাধিক ভোটার রয়েছেন সেখানে আরও বেশি দিন ধরে ক্যাম্প চলবে। ক্যাম্পে এসে নাগরিকরা হাতের ১০ আঙ্গুলের ছাপ দেবেন। চোখের প্রতিচ্ছিবিও নেয়া হবে। পুরনো লেমিনেটিং করা এনআইডি জমা দিয়ে স্মার্টকার্ড নেবেন নাগরিকরা। তিনি বলেন, উন্নতমানের স্মার্টকার্ড বিতরণে ৭৫টি টিমে দেড় হাজার জন কাজ করবে। ৩ অক্টোবর রাজধানী ও কুড়িগ্রামের একটি চর এলাকায় বিতরণ কার্যক্রম শুরু করা হলেও পর্যায়ক্রমে সারাদেশের সব ভোটারদের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়া হবে। আগামী ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যেই দেশের ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড সরবরাহ করা হবে। এরপর বাকি ভোটারদের স্মার্টকার্ড দিতে আলাদা প্রকল্প নেয়া হবে বলে উল্লেখ করেন সচিব। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রে ভুলত্রুটি সংশোধনের জন্য সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। এটি সংশোধনের জন্য একটি নির্দিষ্ট সময় দেয়া হয়েছিল। যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করেনি তাদের স্মার্টকার্ডেও ভুল থেকে যাবে। ফলে তাদের ব্যাংকে ফি দিয়ে আবারও সংশোধনের আবেদন করতে হবে। তবে যেহেতু আগামী বছরের ডিসেম্বর নাগাদ স্মার্টকার্ড বিতরণ করা হবে এজন্য যাদের জাতীয় পরিচয়পত্রে এখনও ভুলত্রুটি রয়েছে তারা সংশোধন করে নিতে পারবেন। স্মার্টকার্ড বিতরণ শুরু হলেও পরিচয়পত্র সংশোধনের কাজ অব্যাহত থাকবে।
×