ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের কাউন্সিল

নান্দনিক রূপে সাজবে ঢাকা

প্রকাশিত: ০৮:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৬

নান্দনিক রূপে সাজবে ঢাকা

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সামনে রেখে রাজধানী ঢাকাকে সাজানো হবে নান্দনিক রূপে। রাজধানীর পাশাপাশি জেলা-উপজেলাতেও সম্মেলনের ঢেউ লাগাতে সাজানো হবে দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো। তুলে ধরা হবে আওয়ামী লীগের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে দলের অবদান ও সাফল্য। থাকবে প্রযুক্তির ছোঁয়াও। রবিবার সন্ধ্যায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সংসদ ভবন কার্যালয়ে কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভায় সম্মেলন সামনে রেখে রাজধানীকে নতুন রূপে সাজানোর এই সিদ্ধান্ত নেয়া হয়। মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে ও সদস্য সচিব বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের পরিচালনায় কমিটির সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সাহারা খাতুন, অসীম কুমার উকিল, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমুখ। নাম প্রকাশে অনিচ্ছুক মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির একাধিক সদস্য বলেন, এবারে সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জায় নতুনত্ব আনা হবে। মঞ্চ বরাবরের মতোই নৌকা আকৃতির হবে। বৈঠকসূত্রে জানা যায়, রাজধানী ঢাকার প্রবেশমুখে তৈরি করা হবে নানা রঙ-বেরঙের তোরণ। এছাড়া রাজধানী জুড়ে সাঁটানো হবে পোস্টার, ব্যানার এবং ফেস্টুন, যেখানে তুলে ধরা হবে দেশের জন্য প্রধানমন্ত্রীর অর্জনসহ বর্তমান সরকারের সফলতা ও নানা কর্মকা-।
×