ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেলেন যশোরের ৮ সাংবাদিক

প্রকাশিত: ০৪:১৩, ৫ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেলেন  যশোরের ৮ সাংবাদিক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের আটজন সাংবাদিক এবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এই চেক রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাব যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার। জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএফইউজে সহসভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ও যশোর সংবাদপত্র পরিষদ সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, প্রেসক্লাব সম্পাদক তৌহিদুর রহমান, জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, চেক গ্রহীতা সাপ্তাহিক বাংলালোক সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরের ৮ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক তুলে দেন। উজ্জ্বল বিশ্বাস সর্বোচ্চ এক লাখ টাকা অনুদান পেয়েছেন। এছাড়া আবুল বাশার মুকুল পেয়েছেন ৫০ হাজার টাকা। শিকদার খালিদ ও এইচ আর তুহিন, সুনীল ঘোষ, রেবা রহমান, গোলাম সরওয়ার ও বিমল সরকারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান গত ২৪ আগস্ট এই চেক গ্রহণ করেন।
×