ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে সরানো হবে ॥ মেয়র খোকন

প্রকাশিত: ০৭:২৫, ৪ সেপ্টেম্বর ২০১৬

কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে সরানো হবে ॥ মেয়র খোকন

স্টাফ রিপোর্টার ॥ কোরবানির ৪৮ ঘণ্টার মধ্যেই সকল বর্জ্য পরিষ্কার করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সঙ্গে কোরবানির বর্জ্য সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর বংশাল এলাকায় ঈদ-উল-আযহা উপলক্ষে গণসচেতনতামূলক এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাখতে আমরা কোরবানির পশু কেনার সময় হাটে অবস্থিত সিটি কর্পোরেশনের বুথ থেকে ফ্রি ব্যাগ দেব। তাই হাট থেকে পশু কেনার পরে সকলে মনে করে ফ্রি ব্যাগ নিয়ে আসবেন। তিনি বলেন, গত কোরবানির ঈদে ৭২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিলাম। এবার কোরবানির ঈদে ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। সাঈদ খোকন বলেন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনীসহ সকল সেবা প্রতিষ্ঠানের বড় গাড়ির মাধ্যমে বর্জ্য অপসারণ করা হবে। গাড়ির মাধ্যমে পানি দিয়ে রাস্তা পরিষ্কার করা হবে। আপনারা নিজ আঙ্গিনায় কোরবানি করতে পারবেন। তবে নির্ধারিত স্থানে কোরবানি করলে ইমামসহ নানা সুবিধা পাবেন। বংশাল থানা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। জঙ্গীরা আত্মঘাতী বলে পুলিশের কাছে ধরা দিতে চায় না রাজশাহীতে আইজিপি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, পৃথিবীর সব দেশে জঙ্গীদের সরাসরি ‘ক্রসফায়ার’ করা হয়। তবে বাংলাদেশে জঙ্গীদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়। কিন্তু জঙ্গীরা গ্রেফতার বা ধরা দিতে চায় না। তারা মেন্টালি আত্মঘাতী। তাদের মিশন- হয় মারব, না হয় মরব। আর এ জন্যই তারা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে, মারা পড়ছে। শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গীবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে সাম্প্রতিক বিভিন্ন হামলায় জড়িত জঙ্গীদের প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, যারা মানুষের অধিকার রক্ষা করে না, তাদের আবার মানবাধিকার কিসের। আইজিপি বলেন, কল্যাণপুর ও নারায়ণগঞ্জে আমরা জঙ্গীদের অনেক সময় দিয়েছি। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। উল্টো পুলিশকে বোমা মেরেছে, গুলি মেরেছে। পরে বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে অপারেশন চালাতে হয়েছে। এতে পুলিশেরও ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ মহাপরিদর্শক বলেন, জঙ্গীদের গ্রেফতার করা সহজ বিষয় নয়। তারা আত্মঘাতী, তারা মেন্টালি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে।
×