ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কারখানার মালিককে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৪:৩৩, ৪ সেপ্টেম্বর ২০১৬

কারখানার মালিককে কুপিয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৩ সেপ্টেম্বর ॥ অটোরিক্সা ভাংচুরকে কেন্দ্র করে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আঃ রশিদ (৪০) নামে এক গ্রিল কারখানার মালিক ঘটনাস্থলেই নিহত ও তার অপর ভাই খোরশেদ ও আসাদ গুরুতর আহত হয়েছে। শহরের ব্রাহ্মন্দী এলাকায় শনিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শহরের বানিয়ারছল মহল্লার স্বপন মিয়ার একটি অটোরিক্সা ঘটনার দিন বিকেলে উল্লিখিত স্থানে ভাংচুর করে ব্রাহ্মন্দী মহল্লার হালিম, সেলিম ও আপেল নামে তিন সন্ত্রাসী । এ খবর তাৎক্ষণিক অটোরিক্সার মালিক স্বপন মিয়া তার মামাশ্বশুর গ্রিল কারখানার মালিক আবদুর রশিদ, খোরশেদ ও আসাদ মিয়াকে অবহিত করে। এ সময় রশিদ, খোরশেদ ও আসাদ মিয়া ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ হালিম, সেলিম ও আপেলসহ ৮-৯ ব্যক্তি তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রশিদ নিহত হয়। আহত খোরশেদ মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁয়ে সংঘর্ষ ॥ আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বর ॥ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী গ্রামে শুক্রবার রাতে ও শনিবার সকালে দু’টি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা বারদী ইউপির দৌলরদী গ্রামের আলী আকবর ও সোলেমান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সোলেমানের বাড়িঘরে হামলা চালিয়ে জাহাঙ্গীর ও ফজলুল হকসহ ৫ জনকে পিটিয়ে আহত করা হয়। শনিবার সকালে আবারও একই ঘটনার জের ধরে টেঁটা, বল্লম ও রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আলী আকবর টেঁটাবিদ্ধ হয়। ডিমলায় সাত দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ডিমলা উপজেলার চাঁপানী বাজারে। শনিবার ভোরে এ ঘটনায় ওই বাজারের সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। ডিমলা ও জলঢাকা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনায় বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়। ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বাজারের গালামাল ব্যবসায়ী সফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের পল্লী বিদ্যুতের শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। এতে মালামালসহ মোট ২৫ লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নাগেশ্বরীতে কাপড়ের দোকান স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, নাগেশ্বরী উপজেলা শহরের কাজী মার্কেটে আগুনে পুড়ে গেছে একটি কাপড়ের দোকানের কোটি টাকার মালামাল। এ সময় পাশের দুটি জুতার দোকানের মালামাল আগুন থেকে বাঁচাতে বাইরে বের করলে দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়।
×