ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাউফলে সচ্ছল নারীদের হাতে দুস্থভাতা!

প্রকাশিত: ০৪:৩০, ৪ সেপ্টেম্বর ২০১৬

বাউফলে সচ্ছল নারীদের হাতে দুস্থভাতা!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ আগস্ট ॥ নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের সরকারী টাকা হরিলুট হয়েছে। দুস্থদের টাকা না দিয়ে সচ্ছল পরিবারের লোকজনদের দুস্থ সাজিয়ে উপজেলা প্রশাসনের যোগসাজশে এই অপর্কমটি করা হয়েছে। জানা গেছে, উপজেলা প্রশাসন থেকে প্রেরিত তালিকা অনুযায়ী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গত ২০ জুলাই নির্যাতিত, দুস্থ ও শিশু কল্যাণ তহবিল হতে ৩০ নারী ও শিশুর মধ্যে বিতরণের জন্য মোট দেড় লাখ টাকা পাঠায়। গত ৩০ আগস্ট তালিকায় অন্তর্ভুক্ত ৩০ নারী ও শিশুর প্রত্যেককে পাঁচ হাজার টাকার অনুদানের বেয়ারার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহমুদ জামান এ চেক প্রদান করেন। অনুসন্ধান দেখা গেছে, তালিকায় অন্তর্ভুক্ত ৩০ জনের মধ্যে ১৩ জন হচ্ছে আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা। এই ১৩ জনের মধ্যে ৬ জন হচ্ছে ইউনিয়ন আনসার কমান্ডার আবদুস সত্তার বিশ্বাসের বাড়ির লোক। সত্তার বিশ্বাস তার স্ত্রী জয়নব বেগমের নামে চিকিৎসার কথা বলে পাঁচ হাজার টাকা অনুদান গ্রহণ করেছেন। অথচ তিনি দুস্থ নন। তালিকায় তার নাম রয়েছে ২০ নম্বরে । এ ছাড়া পাশের বাড়ির হাবিবউল্লাহ তার মেয়ে সুমাইয়া আক্তার ও স্ত্রী আয়শা বেগমের নামে মোট ১০ হাজার টাকা অনুদান নিয়েছেন। তালিকায় তাদের নাম ২৩ ও ২৯ নম্বরে রয়েছে। দ্বিপাশা গ্রামে রেহেনা বেগম স্বামীর নাম রেজাউল করিম। তিনি স্থানীয় গ্রামীণ নারী উন্নয়ন সংস্থার পরিচালক। দুস্থের তালিকায় ১,২,৩ ও ৪ নম্বরে তার তিন মেয়ে যথাক্রমে ইসরাত জাহান লিয়া, হাসনাত জাহান শশী ও অবিন্ত জাহান লিজার নাম রয়েছে। এই ৪ নামের অনুকূলে তারা ২০ হাজার টাকা অনুদান নিয়েছেন। তালিকায় ৭ জন মদনপুর এলাকার দ্বিপাশা গ্রামের বাসিন্দা। তালিকার ৮ নম্বরের সুবিধাভোগী তানজিলা আহম্মেদ বাবা মৃত তোফায়েল আহম্মেদ। তানজিলার মা নাজমা বেগম উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরে চাকরি করছেন। অথচ তাকে দেয়া হয়েছে দুস্থ ভাতা। এ ছাড়া তালিকায় ৯,১০,১১,১২,১৩,১৪,১৫,১৬ ও ১৭ নম্বরের সুবিধাভোগীরা হচ্ছেন বাউফল পৌর শহরের কাগুজীপুল এলাকার সত্যরঞ্জন সরকারের বাড়িরর লোক। এদের মধ্যে ২-৩ জন নিম্ন আয়ের ছাড়া অন্যরা ব্যবসা-বাণিজ্য করছেন। তারা কাগুজীপুল নারী কল্যাণ সংস্থার সঙ্গে জড়িত। সচ্ছল ব্যক্তিদের দুস্থ সাজিয়ে সরকারী অনুদান তাদের হাতে তুলে দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সরাসরি মন্ত্রণালয় থেকে তাদের নামে চেক এসেছে। আমি শুধু চেকগুলো তাদের হাতে তুলে দিয়েছি। বিইউপিতে আন্তঃভার্সিটি বিতর্ক প্রতিযোগিতা শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ডিবেটি ও লিটারেচার ক্লাব আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব’ অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪০টি দল অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ ও বিইউপির ইংরেজী বিভাগ চূড়ান্তপর্বে উত্তীর্ণ হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিইউপির ভারপ্রাপ্ত উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন এ্যাম্বাসেডর ওয়ালুর রহমান। -বিজ্ঞপ্তি
×