ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা ৩১ ভাগ কমেছে

প্রকাশিত: ০৭:৫৩, ২ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনা ৩১ ভাগ কমেছে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় গত আট মাসে সারাদেশে নিহত হয়েছে কমপক্ষে ২ হাজার ৩৭৬। ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিহত হয়েছে ২ হাজার ১৭৯ দুর্ঘটনায় আহত আরও অন্তত ৬ হাজার ৩৪১। অন্যদিকে গত বছরের এই আট মাসে ৩ হাজার ১৬২ দুর্ঘটনায় নিহত ও আহত হয় যথাক্রমে ৪ হাজার ৬২২ ও ৯ হাজার ১৫১। বেসরকারী সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির (এনসিপিএসআরআর) এক জরিপে এই চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এ প্রতিবেদন তুলে ধরা হয়েছে। ২০ জাতীয় দৈনিক, আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থা এবং ১০ আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন করা হয়েছে। বলা হয়েছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গড়ে প্রতিমাসে ৩৯৫ দুর্ঘটনায় ৫৭৮ নিহত ও ১ হাজার ১৪৪ আহত হয়েছেন। ২০১৬ সালের একই সময়ে গড়ে প্রতিমাসে ২৭৩ দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন যথাক্রমে ২৯৭ ও ৭৯৩ জন। ২০১৫ ও ২০১৬ সালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও পর্যালোচনায় দেখা যায়, গত বছরের তুলনায় চলতি বছর সড়ক দুর্ঘটনার হার ৩১ শতাংশ কমেছে। একইভাবে নিহত ও আহতের হার কমেছে যথাক্রমে ৪৯ শতাংশ ও ৩১ শতাংশ। জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে এই ইতিবাচক পরিবর্তনের জন্য পাঁচটি প্রধান কারণ উল্লেখ করেছেন। সেগুলো হলো-সড়ক পরিবহন ব্যবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বছরজুড়ে গঠনমূলক সংবাদ প্রচার, দুর্ঘটনার বিরুদ্ধে সামাজিক সংগঠনগুলোর ধারাবাহিক কর্মসূচী পালন, বছরের অধিকাংশ কর্মদিবসে রাজপথে সড়ক পরিবহনমন্ত্রীর পদচারণা, ত্রুটিপূর্ণ যানবাহন ও জাল ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা ও পুলিশের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ অনেক বাঁক চিহ্নিত করে সতর্কীকরণ সংকেত স্থাপন ও সড়ক সংস্কার।
×