ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দক্ষিণের নৌপথে ঈদ স্পেশাল সার্ভিস শুরু ৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৪:১৮, ২৭ আগস্ট ২০১৬

দক্ষিণের নৌপথে ঈদ স্পেশাল সার্ভিস শুরু  ৮ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীদের জন্য বিশেষ নৌ-সার্ভিস শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। এবার বেসরকারী লঞ্চ সার্ভিস এবং রাষ্ট্রীয় নৌপরিবহন সংস্থা বিআইডব্লিউটিসির স্টিমার সার্ভিস শুরু হবে একই দিনে। শুক্রবার সকালে লঞ্চ মালিকদের সংগঠন এবং বিআইডব্লিউটিসির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। লঞ্চ মালিকরা বলছেন, আগে আসলে আগে পাবেনÑ এ ভিত্তিতে টিকেট বিক্রি করা হবে। তবে সাধারণ যাত্রীরা বলছেন, আগাম টিকেট বিক্রি শুরুর আগেই অনেক লঞ্চে শেষ হয়ে গেছে। এদিকে ঈদে লঞ্চের বিশেষ সার্ভিসের আগাম টিকেট দেয়া শুরু করেছে ঢাকা-বরিশাল রুটের বিভিন্ন লঞ্চ কর্তৃপক্ষ। সূত্রমতে, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২৮ রুটের যাত্রীদের প্রধান ভরসা বেসরকারী লঞ্চ সার্ভিস। ঢাকা-বরিশাল নৌযান রুট কমিটির সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে ঢাকা থেকে ৮ থেকে ১১ সেপ্টেম্বর এবং ঈদের পর ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ২৮ রুটে বিশেষ সার্ভিসের লঞ্চ চলাচল করবে। তিনি আরও বলেন, ঢাকা-বরিশাল নৌরুটে ১৪টি লঞ্চ ঈদের আগে ঢাকা থেকে এবং ঈদের পরে বরিশাল থেকে যাত্রী পরিবহন করবে। এমভি কীর্তনখোলা লঞ্চের স্বত্বাধিকারী মঞ্জুরুল আহসান ফেরদৌস জানান, গত মঙ্গলবার থেকে তার প্রতিষ্ঠানের লঞ্চের ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। একই সঙ্গে ফিরতি টিকেটও দিচ্ছেন তারা। আগে আসলে আগে পাবেনÑ ভিত্তিতে দেয়া হচ্ছে লঞ্চের কেবিনের টিকেট। অপরদিকে সুরভী ও সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের চাহিদাপত্র (টোকেন) সিøপ সংগ্রহ করছেন। সিøপ যাচাই করে পরবর্তীতে টিকেট দেয়া হবে। এমভি সুন্দরবন লঞ্চের স্বত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু বলেন, সিøপ যাচাই করে তার প্রতিষ্ঠান আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যাত্রীদের কাছে টিকেট বিক্রি করবে।
×