ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজার উপকূলে ৬ জেলের লাশ ও বিধ্বস্ত ফিশিং বোট উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৬, ২২ আগস্ট ২০১৬

কক্সবাজার উপকূলে ৬ জেলের লাশ ও বিধ্বস্ত ফিশিং  বোট উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলা সদরের খুরুশকুল উপকূল থেকে ৬ জেলের লাশসহ একটি বিধ্বস্ত ফিশিংবোট উদ্ধার করেছে স্থানীয় লোকজন। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৭ জেলেকে। রবিবার সন্ধ্যার পর খুরুশকুল জালিয়াপাড়া রাখাইনঘাট থেকে ঐ জেলেদের উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগ জেলে খুরুশকুল জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাসিন্দা। রবিবার ভোররাতে শহরের নাজিরার টেক মোহনায় দুটি ফিশিংবোটের মধ্যে সংঘর্ষের ঘটনায় এফবি মায়ের দোয়া বোটটি ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ জেলের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন। সদরের খুরুশকুল মামুনপাড়ার স্থানীয় বাসিন্দা নওশাদ আনাস শান্ত জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৬টার দিকে এফবি মায়ের দোয়া নামের বিধ্বস্ত একটি বোট খুরুশকুল জালিয়াপাড়া উপকূলে ভেসে আসে। ওই বোট থেকে ৬ জেলের মৃতদেহ ও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। তিনি জানান, নিহতের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত করেছে স্থানীয়রা। এদের মধ্যে একজন রহমত উল্লাহ ও অপরজন মোঃ কবির। এরা দুইজনই খুরুশকুল জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাসিন্দা। ঘটনাস্থলে থাকা খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানিয়েছেন, রবিবার ভোররাত ৩টার দিকে শহরের নাজিরার টেক মোহনায় খুরুশকুল এলাকার বাসিন্দা আবু তাহেরের মালিকানাধীন এফবি মায়ের দোয়ার সঙ্গে মহেশখালী এলাকার কালাইয়া বহদ্দার নামে এক ব্যক্তির মালিকানাধীন ফিশিংবোটের মধ্যে সংঘর্ষ হয়। এতে এফবি মায়ের দোয়া সাগরে ডুবে যায়। সন্ধ্যা নাগাদ বিধ্বস্ত বোটটি খুরুশকুল জালিয়াপাড়া রাখাইনপাড়া ঘাটে ভেসে আসে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত ১৬ আগস্ট বঙ্গোপসাগরে কক্সবাজারের ৫টি ফিশিংবোট নিখোঁজ হয়।
×