ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

৩৫তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ

প্রকাশিত: ০৮:৫২, ১৮ আগস্ট ২০১৬

৩৫তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ ৩৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক মোবাইলে প্রার্থীরা ফল জানতে পারছেন। ১৬ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে বলেও চেয়ারম্যান জানান। মৌখিক পরীক্ষার চার মাসের মাথায় ফল প্রকাশ করল কমিশন। পিএসসি চেয়ারম্যান বলেন, ৩৪তম বিসিএসের নন-ক্যাডার থেকে নিয়োগ দেয়ার জন্য এ পরীক্ষার ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এতে অনেক মেধাবী বয়স শেষ হয়ে যাওয়ার আগেই নন-ক্যাডার পদে চাকরির সুযোগ পেয়েছেন। ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে ২০১৫ সালের ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বছরের ৮ এপ্রিল প্রিলিমিনারি উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন। চলতি বছরের ১২ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ৬ হাজার ৮৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৩১ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ১২ এপ্রিল। বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জন প্রার্থী নিতে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। সে হিসেবে নিয়োগের সময় পদসংখ্যা বাড়ল। এদিকে জানা গেছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৫৩৩ জন প্রার্থী পাস করেছেন, যাদের মধ্যে ক্যাডার পদের জন্য দুই হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
×