ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাজধানীতে লিফটের দরজার চাপায় এক ব্যক্তির মৃত্যু, শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ আগস্ট ২০১৬

রাজধানীতে লিফটের দরজার চাপায় এক ব্যক্তির মৃত্যু, শিশুকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুলে একটি গার্মেন্টসের লিফটের দরজার চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই থানা এলাকায় ইব্রাহিমপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিকে যাত্রাবাড়ী থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর মিরপুর ১৪ নম্বর এসআরটি ফ্যাশন নামের একটি পোশাক কারখানার লিফট ছিঁড়ে পড়ায় রেজাউল করিম (৫০) নামের এত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের সহকর্মী তৌহিদুর রহমান জানান, মৃত রেজাউলের বাসা মিরপুর টোলারবাগ এলাকায়। রবিবার রাত পৌনে ১০টার দিকে ওই পোশাক কারখানায় লিফটে চাপা পড়লে রেজাউল গুরুতর আহত হয়। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। দুপুরে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। ধর্ষণ ॥ রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুটির মা কমলা বেগম জানান, সে ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, রবিবার সন্ধ্যা ৬টার দিকে ইব্রাহিমপুরের বাসা থেকে বেরিয়ে পান আনতে দোকানে যায় তার শিশু সন্তান। এ সময় ওই দোকানদার পাশে একটা অন্ধকার গলিতে তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই দোকানদার পালিয়ে যায়। দুই মাদক সম্রাজ্ঞীসহ তিনজন গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ দুই নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলোÑ ইনছানা খাতুন (৩০), ফুলমতি (৫০) ও নাসির (৪০)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (এসি) এএসএম হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার মধ্যরাতে ডিবি পুলিশের ডেমরা জোনাল টিমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ যাত্রাবাড়ীর মুক্তি ডেন্টাল কেয়ারের সামনে অভিযান চালিয়ে ইনছানা খাতুন ও ফুলমতি নামে দুই মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫৫০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য বুফ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। একই সময় যাত্রাবাড়ীর দোলাইরপাড় থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ নাসির নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
×