ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বরিশালে বৃষ্টি-জোয়ারে ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৬:২৫, ১৪ আগস্ট ২০১৬

বরিশালে বৃষ্টি-জোয়ারে ফসলের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অতিবর্ষণ ও জোয়ারের জলে বিভিন্ন উপজেলার ক্ষেতের অর্ধেক পরিমাণ শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ের কৃষকরা জানিয়েছেন, জোয়ারের জলে শাক-সবজি চাষ করে তারা সর্বস্বান্ত হয়েছে। জেলার বাণিজ্যিক চাষীদের ফসলী জমি প্লাবিত হয়ে শাক-সবজির গাছ মরে গেছে। জেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, শাক-সবজির ফলন প্রায় শেষ পর্যায়ে। ফলে আর্থিকভাবে ক্ষতির পরিমাণ তেমন বেশি কিছু নয়। জানা গেছে, জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত শাক-সবজির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কলা, পেঁপে, ডাঁটা, শশা, চিচিঙ্গা ও লাউ। সূত্রমতে, চলতি মৌসুমে জেলায় মোট ৪ হাজার ৪১৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাক-সবজি আবাদ করা হয়েছিল। ফসল তোলার শেষ পর্যায়ে গত সপ্তাহ পর্যন্ত ৪০৮ হেক্টর জমিতে শাক-সবজি ছিল। গত সপ্তাহে অস্বাভাবিক জোয়ারের ফলে ২২৮ হেক্টর জমির শাক-সবজির ফসলী জমি প্লাবিত হলে ওইসব জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ২০ হেক্টর জমির সবটুকুই প্লাবিত হয়েছে। জেলায় সবচেয়ে বেশি শাক-সবজির চাষ হয় বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায়। গত সপ্তাহে এ দুই উপজেলায় যথাক্রমে ৭০ ও ৫৫ হেক্টর জমিতে শাক-সবজি ছিল। জোয়ারে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবুগঞ্জের ৩০ হেক্টর ও উজিরপুরে ৩৫ হেক্টর জমির শাক-সবজি। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলায় ৬৫ হেক্টরের মধ্যে ৩০ হেক্টর, বানারীপাড়ায় ৪৫ হেক্টরের মধ্যে ২৫ হেক্টর, হিজলায় ৪০ হেক্টরের মধ্যে ২৪ হেক্টর, মুলাদীতে ৫০ হেক্টরের মধ্যে ৩০ হেক্টর, আগৈলঝাড়ায় ২০ হেক্টরের মধ্যে ১০ হেক্টর, গৌরনদীতে ১৫ হেক্টরের মধ্যে ১০ হেক্টর এবং সদর উপজেলায় ২০ হেক্টরের মধ্যে ১০ হেক্টর শাক-সবজি আবাদের প্লাবিত হয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৩ আগস্ট ॥ আবাসহীন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত- এ ধরনের ৭৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান এমপি। এ সময় ঘর নির্মাণের জন্য প্রতিজনকে তিন হাজার টাকা করে মোট ২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ খায়রুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ আজাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পা-ে প্রমুখ। গরিবের এ্যাম্বুলেন্স স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ‘গরিবের এ্যাম্বুলেন্স’ নামে বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় চালু করা হয়েছে ব্যাটারিচালিত একটি ইজিবাইক (অটোরিকশা)। এই অটোরিকশাটিকে বিশেষভাবে এ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। এ এ্যাম্বুলেন্সে পৌর এলাকার জরুরী ও মুমূর্ষু রোগীরা বিনা ভাড়ায় হাসপাতালে যাওয়ার সেবা পাবে। এ পর্যন্ত পৌর এলাকার ১০টি পরিবার বিনামূল্যে এ সেবা পেয়েছে। বর্তমান পৌর মেয়র তৌহিদুর রহমার মানিক এ সেবা চালু করেন।
×