ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মৃত্যুবার্ষিকীতে ড. হুমায়ুনের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ আগস্ট ২০১৬

মৃত্যুবার্ষিকীতে ড. হুমায়ুনের প্রতি শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদের ১২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকাল থেকে পরিবারের সদস্যসহ ভক্তবৃন্দ ও শুভাকাক্সক্ষীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রকৃত খুনীদের বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান তার পরিবারের সদস্যরা। সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে ড. হুমায়ুন আজাদের ভাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাজ্জাদ কবির বলেন, মৌলবাদ ও জঙ্গীবাদ নিয়ে লেখালেখি কারায় জঙ্গীরা তার ওপর ক্ষিপ্ত ছিল। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এ দেশে মৌলবাদ জঙ্গীবাদ যখন প্রসার লাভ করে তখন তিনি প্রথম আক্রমণের শিকার হন এবং তিনি একটি বই লিখেছেন।
×