ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ আগস্ট ২০১৬

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুর, রাজশাহী ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও নৈশপ্রহরীসহ চারজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। গাজীপুর ॥ কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন মারা গেছে। নিহতরা হলো গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকার কাশেম মিয়ার মেয়ে কামরু ন্নাহার পুষ্প (২২) ও কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকার মৃত মারফত আলীর ছেলে আবদুল আজিজ (৫০)। শুক্রবার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত ও খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, সকালে পুষ্প আক্তার তার বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে সাভার যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার সফিপুরের পল্লীবিদ্যুত এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পুষ্প আক্তার মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং তার বাবা আহত হন। এদিকে শুক্রবার সকালে কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কেপি পরিবহনের চলন্ত বাস থেকে নামতে গিয়ে আবদুল আজিজ ওই বাসের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাজশাহী ॥ গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় অজিত দাস (৪০) নামের এক রিক্সাচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত অজিত পৌরসভার রেলবাজার এলাকার বৃন্দাবন দাসের ছেলে। জানা গেছে, দুপুরে মহিষালবাড়ি বাজারের রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন অজিত। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাটোর ॥ নাটোরে ট্রাকের ধাক্কায় আলী হোসেন নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শহরের হরিশপুর বাইপাস এলাকার মনোয়ারা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন সদর উপজেলার বেজপাড়া আমহাটি গ্রামের বাসিন্দা। তিনি হরিশপুর এলাকায় নৈশপ্রহরীর চাকরি করতেন। পুলিশ জানায়, আলী হোসেন বৃহস্পতিবার রাতে হরিশপুর বাইপাস এলাকায় নাইট ডিউটি শেষে সকালে মনোয়ারা পেট্রোল পাম্পের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে চা পান করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
×