ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলায় রিজভীর বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৯:০৫, ১২ আগস্ট ২০১৬

নাশকতার মামলায় রিজভীর বিরুদ্ধে পরোয়ানা

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিল ও খিলগাঁও থানার নাশকতার দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল জানান, বৃহস্পতিবার দুটি মামলার অভিযোগপত্র আমলে নেয়ার জন্য দিন ধার্য ছিল। রিজভী আদালতে হাজির হননি এবং তার পক্ষে আইনজীবী সময় বৃদ্ধির আবেদন করেন। বিচারক আবেদন নাকচ করে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে রিজভীকে গ্রেফতার করা গেল কিনা, সে বিষয়ে তামিল প্রতিবেদনের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন। দুই মামলায় আরও ৬৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়া হয়েছে।
×