ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মগবাজারে গৃহবধূর আত্মহত্যা

কদমতলীতে যুবককে কুপিয়ে হত্যা, শাহবাগে লরির ধাক্কায় তরুণ নিহত

প্রকাশিত: ০৯:০০, ১০ আগস্ট ২০১৬

 কদমতলীতে যুবককে কুপিয়ে হত্যা, শাহবাগে লরির ধাক্কায় তরুণ নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলী এলাকায় এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। মগবাজারের রুবি আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শাহবাগে লরির ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। এদিকে সবুজবাগে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শাহজালালে ৩৪০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর কদমতলীর জুরাইনে সাইদুর রহমান টুটুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবার নাম এমদাদুল হক। জুরাইনের মুরাদপুর হাইস্কুল সড়কের ১০৩ নম্বর বাসায় থাকত সাইদুল। নিহতের মা আয়েশা হক জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় জনি ও লিটনসহ ৭/৮ জন বাসা থেকে সাইদুরকে ডেকে নিয়ে যায়। তার ছেলে সাইদুরকে জুরাইন মিষ্টিগলির শিশু কবরস্থানে নিয়ে যায় জনি ও তার সহযোগীরা। এ সময় মোবাইল চুরির বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ফেলে রেখে যায় সাইদুরকে। পরে খবর পেয়ে ওই কবরস্থান থেকে ছেলে সাইদুরকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা অভিযোগ করেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা করে ছেলে সাইদুরকে হত্যা করেছেন জনি ও তার সহযোগীরা। তিনি জানান, রবিবার সাইদুরের মোবাইল ফোন হারিয়ে গেলে জনি ও লিটনকে সন্দেহ করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ফেরত চান। এতে তারা সাইদুরকে দেখে নেবেন বলে শাসিয়ে যান জনি ও লিটন। এ ঘটনার জের ধরেই ছেলে সাইদুরকে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিক্যাল ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার সকালে সাইদুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×