ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জামাল নজরুলের স্মৃতি অম্লান রাখা হবে ॥ চবি ভিসি

প্রকাশিত: ০৪:০৩, ৯ আগস্ট ২০১৬

জামাল নজরুলের স্মৃতি অম্লান রাখা হবে ॥ চবি ভিসি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বরেণ্য বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের স্মৃতিকে অম্লান করে রাখার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারই প্রতিষ্ঠিত গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রকে উচ্চমানসম্পন্ন আধুনিক জ্ঞান-গবেষণা কেন্দ্রে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে সোমবার চবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গবেষণা কেন্দ্রটিকে বিশ্বমানে উন্নীত করতে আন্তরিক হবার জন্য সকলের প্রতি আহ্বান জানান উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি উপাচার্য বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম একটি মহান ভিশন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র স্থাপন করেছিলেন। সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তিত্ব মৃত্যু অবধি নিরলসভাবে জ্ঞান-গবেষণায় নিয়োজিত ছিলেন। বরেণ্য এ বিজ্ঞানীর স্মৃতিকে অম্লান করে রাখার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রের নামকরণ করা হয়েছে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্র। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। গবেষণা কেন্দ্রের প্রফেসর ড. কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চবি সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফজলী হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবদুল করিম, উক্ত গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর চৌধুরী।
×