ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভাঙ্গনের মুখে রামগতি

প্রকাশিত: ০৪:০১, ৯ আগস্ট ২০১৬

ভাঙ্গনের মুখে রামগতি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৮ আগস্ট ॥ লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বিশাল অংশ বর্তমানে মেঘনার ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়েছে। উজান থেকে নেমে আসা জোয়ারের ফলে এ ভাঙ্গন চলছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এতে জেলার রামগতি উপজেলার রামগতি বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে শত শত পরিবারের স্বপ্ন বর্তমানে মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিদিন ভাঙ্গনের আকার বাড়ছে। নদী ভাঙ্গনের ফলে কেউ হারাচ্ছে ঘর-বাড়ি, বসত-ভিটা, ফসলের মাঠ, গাছ-পালা, ব্যবসা- প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বাবা-মা’র এমনকি পূর্বপুরুষের শেষ ঠিকানা (কবর) টুকুও। ভিটেমাটি হারিয়েছে ৫০ হাজারও বেশি পরিবার। সরকারী হিসেব মতে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি ছাড়িয়ে গেছে। সরেজমিনে রামগতি মাছঘাট এলাকায় গেলে দেখা যায় ভাঙ্গনের করুণ চিত্র। বর্তমানে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি, রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রামগতি রব্বানিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, রামগতি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামগতির দায়রা বাড়ি, রামগতি বাজার বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো মেঘনার ভাঙ্গনের মুখে। অন্যদিকে বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মেঘনার তীরে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গনের বিষয়ে নির্বিকার রয়েছে। এভাবে চলতে থাকলে এই বর্ষা মওসুমে মেঘনার করাল গ্রাসে রামগতি বাজার বিলীন হয়ে যাবার আশঙ্কা করছে এলাকাবাসী। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলী বলেন, রামগতি বাজারসংলগ কোন খালে রেগুলেটর না থাকায় পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে উজান থেকে নেমে আসা প্রচ- জোয়ারের কারণে এ ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। তবে রামগতি মাছঘাট থেকে এক কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
×