ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমি দখল নিয়ে বিরোধ রাজশাহীতে বিজিবি কারারক্ষী মুখোমুখি, উত্তেজনা

প্রকাশিত: ০৮:৩৭, ৮ আগস্ট ২০১৬

জমি দখল নিয়ে বিরোধ রাজশাহীতে বিজিবি কারারক্ষী মুখোমুখি,  উত্তেজনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর তীর ঘেঁষে বিনোদন কেন্দ্রের নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একের পর এক স্থাপনা বানিয়ে বাণিজ্য করে এলেও এবার বাদসেধেছে রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। এ নিয়ে রবিবার কারারক্ষী ও বিজিবি সদস্যদের মধ্যে বিত-া এবং এক পর্যায়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। কারা কর্তৃপক্ষের নিজস্ব জমি দখল করে বিজিবির পক্ষে ফাস্টফুড সেন্টারের নামে পাকা স্থাপনা নির্মাণের জন্য জায়গা দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে কারা কর্তৃপক্ষ তাদের এলাকা লাল নিশানা টানিয়ে সাইনবোর্ড দিয়ে নিজেদের দখলে নিয়েছে। এ নিয়ে সকাল থেকে কারা কর্তৃপক্ষ ও বিজিবির মধ্যে চরম উত্তেজনা দেখা দিলেও পরে উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহীর পদ্মানদীর তীরে বিনোদন কেন্দ্রের নামে একের পর এক ফাস্টফুডের রেস্টুরেন্ট নির্মাণ করেছে বিজিবি। এখন ওইসব এলাকায় পাকা ঘর তুলে দিনরাত বাণিজ্য করে আসছে। সেসব পার্কে সারাদিন স্কুল, কলেজের শিক্ষার্থীর ভিড় লেগেই থাকে। প্রেমিক-প্রেমিকাদেরও নিরাপদ আখড়া হিসেবে পরিচিতি পেয়েছে ওই এলাকা। বাণিজ্য ভাল হওয়ায় ক্রমেই বিজিবি কর্তৃপক্ষ নদীপাড় এলাকা ঘিরে নিচ্ছে। এদিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশের জায়গাটিতে নতুন করে আরও একটি রেস্টুরেন্ট নির্মাণ করছে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তাদের এলাকা ঘিরতে গেলে বিজিবির সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে হাতাহাতির বিষয়টি কারা কর্তৃপক্ষ কিংবা বিজিবি কোন পক্ষই স্বীকার করেনি।
×