ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে গণভোট জান্তা প্রণীত নতুন সংবিধানের পক্ষে রায়

প্রকাশিত: ০৫:২৯, ৮ আগস্ট ২০১৬

থাইল্যান্ডে গণভোট জান্তা প্রণীত নতুন সংবিধানের  পক্ষে রায়

জনকণ্ঠ ডেস্ক ॥ থাইল্যান্ডে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে জান্তা প্রণীত একটি নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছে দেশটির জনগণ। রবিবারের এই গণভোটে মোট ৯৪ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায় এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ ‘হ্যাঁ’ আর ৩৮ দশমিক ৬ শতাংশ ভোটার ‘না’ এর পক্ষে রায় দিয়েছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। খবর ব্যাংকক পোস্ট, এএফপি ও বিবিসি অনলাইনের। এই সংবিধানের সমর্থকরা বলছে, নতুন সংবিধান বলবৎ হলে দেশে স্থিতিশীলতা আসবে। তবে সমালোচকরা বলছেন, জান্তা প্রণীত এই সংবিধান থাই রাজনীতিতে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই সংবিধান প্রণীত হলে আগামী বছর দেশটিতে নতুন নির্বাচনের আয়োজন করা হবে। এই গণভোটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাও ভোট দিয়েছেন। ভোটদান শেষে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, থাইল্যান্ড ও গণতন্ত্রের জন্য আজকের দিনটি খুবই গুরুত্ব¡পূর্ণ। বিষয়টি বুঝে মানুষকে তার মতামত দিতে হবে। ঘরে বসে থাকা ঠিক হবে না। ২০১৪ সালে সিনাওয়াত্রা সরকারকে ক্ষমতাচ্যুত করার পরপরই সেনাবাহিনী পুরনো সংবিধান বাতিল করে দেয়। তারপর সেনাবাহিনীর তৈরি এক কমিটি নতুন একটি সংবিধানের খসড়া তৈরি করে। সেই খসড়ায় ওপরই রবিবার গণভোট হয়। খবরে বলা হয়েছে, প্রস্তাবিত এই সংবিধানে এমন নির্বাচনী ব্যবস্থা রাখা হয়েছে যার ফলে কোন একটি রাজনৈতিক দলের পক্ষে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হবে। রবিবারের এই নির্বাচন উপলেক্ষে দেশজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।
×