ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার পৌর নির্বাচনে এএনসির পরাজয়

প্রকাশিত: ০৫:২৪, ৭ আগস্ট ২০১৬

দক্ষিণ আফ্রিকার পৌর নির্বাচনে এএনসির পরাজয়

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পরাজিত হয়েছে। দেশটির নির্বাচন কমিশন শনিবার জানিয়েছে, এই নির্বাচনে ক্ষমতাসীন দল এএনসি বিরোধী ডেমোক্র্যাটিক এ্যালায়েন্স (ডিএ)-এর কাছে পরাজিত হয়েছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, ডিএ পেয়েছে ৪৩ শতাংশ আর এএনসি পেয়েছে ৪১ শতাংশ ভোট। এমনকি রাজধানী প্রিটোরিয়ার নেলসন ম্যান্ডেলা বে পৌর শহরেও পরাজিত হয়েছে ক্ষমতাসীন এএনসি। খবরে বলা হয়েছে, ১৯৯৪ সালের পর কোন নির্বাচনেই এত খারাপ ফল করেনি এএনসি। আর ১৯৯৪ সালের পর এই প্রথম রাজধানী প্রিটোরিয়ার নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসিন দলটি। প্রিটোরিয়ার মোট ২১৪ পৌর আসনের মধ্যে ডিএ ৯৩ আর এএনসি ৮৯ আসন পেয়েছে। ক্ষমতাসীন এএনসির দুর্নীতি ও দলীয় বিশৃঙ্খলার দরুণ দলটির ভরাডুবি হয়েছে বলে দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
×