ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অসমে বোড়ো জঙ্গীদের হামলায় নিহত ১৩

প্রকাশিত: ০৫:৪১, ৬ আগস্ট ২০১৬

অসমে বোড়ো জঙ্গীদের হামলায় নিহত ১৩

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের অসমে বোড়ো জঙ্গীদের হামলায় ১৩ নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুপুরে অসমের কোকড়াঝাড়ের ১০ কিলোমিটার দূরের বালাজান তিনিয়ালি বাজারে সাপ্তাহিক হাট চলাকালে এই হামলার ঘটনা ঘটে। হামলায় সেনা পোশাক পরিহিত অন্তত ৬ বন্দুকধারী অংশ নেয়। এ সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। এ সময় একজন হামলাকারী পাশের একটি ভবনে গ্রেনেড নিক্ষেপ করলে এটিতে আগুন ধরে যায়। খবর এনডিটিভি, এএফপি ও বিবিসির। এই ঘটনার নিন্দা জানিয়েছেন অসমের নয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সর্বানন্দ সনোয়াল বলেছেন, আমরা কোন গোষ্ঠীর হুমকিতে দমে যাব না। কারও হুমকিতে সরকার মাথা নত করবে না। এ ঘটনায় নিহতের পরিবারগুলোকে ৫ লাখ রুপী করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। অসমের পুলিশ প্রধান মুকেশ সাহাই বলেছেন, অসমের নিষিদ্ধ ঘোষিত ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের সংবিজিত উপদল এই হামলা চালিয়েছে। হামলাকারীরা অটোরিক্সাযোগে ঘটনাস্থলে এসে এই হামলা চালায়। হামলাকারীদের দলটিতে ৫ থেকে ৬জন ছিল বলে জানান মুকেশ সাহাই।
×