ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ৩

প্রকাশিত: ০৮:০৯, ৩১ জুলাই ২০১৬

কুমিল্লায় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩০ জুলাই ॥ কুমিল্লার শুভপুর এলাকার একটি বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক ছাত্রদল নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আড়াই ঘণ্টার এ অভিযানে র‌্যাব দুটি পিস্তলসহ দেশী অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। জানা যায়, শুভপুর এলাকার বাগানবাড়ি সড়কের নয়ন ভিলা নামের একটি বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছেÑ গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে অস্ত্র তৈরির সময় সরঞ্জামাদি উদ্ধারসহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেÑ বাড়ির মালিক মৃত বাহার উদ্দিনের ছেলে মাজেদুল হক রাজীব (৩৪), নগরীর উত্তর চর্থার নজরুল ইসলামের ছেলে ও কুমিল্লার কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম রনি ওরফে ভাগ্নে রনি (৩০) ও গোলাবাড়ির মৃত সামছুল হকের ছেলে শহিদুল ইসলাম ভূঁইয়া (৩৭)। কুমিল্লা র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র বানিয়ে বিক্রি করে আসছিল। তারা সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত সরঞ্জামাদি দিয়ে দুটি পিস্তল তৈরি করা সম্ভব বলে তিনি জানিয়েছেন।
×