ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত: ০৫:২৩, ৩০ জুলাই ২০১৬

ঈশ্বরদীতে র‌্যাবের  সঙ্গে বন্দুকযুদ্ধে  ডাকাত সর্দার  নিহত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার ভোরে ঈশ্বরদীর ছলিমপুর গ্রামে আতিয়ার রহমানের আমবাগানে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ও কুখ্যাত সন্ত্রাসী জহুরুল নিহত হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে যে, জহুরুলের নেতৃত্বে উল্লেখিত বাগানে ৯/১০ সদস্যের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় তারা ঐ বাগানে অভিযান চালায়। তখন ডাকাতরা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি বেগতিক দেখে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এভাবে প্রায় ৩০ মিনিট উভয়ের মধ্যে গুলি বিনিময়ের সময় জহুরুল ইসলাম নিহত হয় এবং দু’জন র‌্যাব সদস্য আহত হয়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি এবং ৩টি রামদা উদ্ধার করে। নিহত জহুরুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পঙ্খরোয়া গ্রামের বরাত আলীর ছেলে বলে র‌্যাব জানায়। গোলাগুলিতে মাদক বিক্রেতা নিহত ॥ স্টাফ রিপোর্টার যশোর থেকে জানান, বৃহস্পতিবার রাতে কথিত গোলাগুলিতে আবু তালেব নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। নিহত আবু তালেব শহরের বারান্দীপাড়া এলাকার নিয়ামত আলী গাজীর ছেলে। পুলিশের দাবি, দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলিতে আবু তালেব নিহত হয়েছে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও হত্যার ২৫টি মামলা রয়েছে। স্বজনদের দাবি, বৃহস্পতিবার সকালে সাদা পোশাক পরা একদল লোক বাড়ি থেকে আবু তালেবকে ধরে নিয়ে যায়। এরপর প্রশাসনের বিভিন্ন দফতরে খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে হাসপাতালে এসে স্বজনরা লাশ শনাক্ত করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরতলীর তরফ নওয়াপাড়া এলাকার একটি খেজুর বাগানে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের হটিয়ে দিতে পুলিশ দশ রাউন্ড গুলি ছোড়ে। পরে রাত দেড়টার দিকে খেজুর বাগানে তল্লাশি করে আবু তালেবকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাম চোখে গুলিবিদ্ধ হয়েছে। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
×