ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাহাজের ধাক্কায় পদ্মায় বাল্কহেড ডুবে শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ০৪:০৭, ৩০ জুলাই ২০১৬

জাহাজের ধাক্কায় পদ্মায় বাল্কহেড ডুবে শ্রমিক নিখোঁজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মায় সার বোঝাই কোস্টার জাহাজের ধাক্কায় পদ্মা সেতুর পাথর বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। শুক্রবার দুপুরে লৌহজংয়ের শিমুলিয়া বাজার বরাবর পদ্মার দক্ষিণ চর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাচ্চু (১৮) নামে বাল্কহেড শ্রমিক নিখোঁজ রয়েছে। সে ভোলার তজুমদ্দিন উপজেলার হোসেন আলীর ছেলে। এমভি সজল তনয় নামে একটি কোস্টার জাহাজ চট্টগ্রামে থেকে টিএসপি সার নিয়ে পাবনার নগরবাড়ি যাচ্ছিল। কোস্টার জাহাজটি লৌহজংয়ের পদ্মার এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পদ্মা সেতুর পাথর বোঝাই এমভি সিমায় মুন্নী নামে বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডের তিন শ্রমিক পদ্মায় ভেসে গেলেও মিঠু ও মোসলেম উদ্দিন নামে দুই শ্রমিক সাঁতার কেটে পদ্মার চরে উঠতে সক্ষম হয়। কিন্তু প্রবল স্রোতের টানে পদ্মায় ভেসে নিখোঁজ হয় বাচ্চু।
×