ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংসদে জিয়াউদ্দিন বাবলু

ঢাবি দিবসে প্রকাশিত স্যুভেনিরের জন্য ভিসির পদত্যাগ করা উচিত

প্রকাশিত: ০৮:৪৮, ২৭ জুলাই ২০১৬

ঢাবি দিবসে প্রকাশিত স্যুভেনিরের জন্য ভিসির পদত্যাগ করা উচিত

সংসদ রিপোর্টার ॥ গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরে ‘জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ এবং বঙ্গবন্ধুকে ‘জাতির জনক বিবেচিত’ বলে উল্লেখ করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মঙ্গলবার সংসদে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এই দাবি জানিয়ে বাবলু বলেন, ভিসি নিজে পদত্যাগ না করলে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে তাঁকে অপসারণ করতে হবে। কারণ ওই ঘটনার পর তাঁর আর ভিসি থাকার কোন অধিকার নেই। বাবলুর বক্তব্যের পর সংসদে সভাপতিত্বকারী ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেন, গত ১ জুলাইয়ের ঘটনা এতদিন পর আপনি সংসদে তুলছেন। আমি আপনার বক্তব্যের সঙ্গে একমত। তবে যেহেতু আপনি এটা পাবলিকলি বলেছেন, নোটিস আকারে দেননি সেজন্য কার্যপ্রণালী বিধি অনুযায়ী এ ব্যাপারে আমি কোন সিদ্ধান্ত দিতে পারছি না।
×