ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঢাবি স্মরণিকায় জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৮:৩৪, ২৩ জুলাই ২০১৬

ঢাবি স্মরণিকায়  জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করা এবং উপাচার্যের গাড়ি ভাংচুরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের ঐ কমিটির সদস্যরা হলেন- আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. এ এম এম মাকসুদ কামাল, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমা শাহীন, বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মেসবাহ উদ্দিন ও সিন্ডিকেট সদস্য বাহলুল মজনুন চুন্নু। সিন্ডিকে সভায় গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রস্তাব গৃহীত হয়।
×