ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সংসদে মেনন

দেশের দক্ষিণাঞ্চলে সর্বাধুনিক বিমানবন্দর নির্মিত হবে

প্রকাশিত: ০৮:৩৪, ২১ জুলাই ২০১৬

 দেশের দক্ষিণাঞ্চলে সর্বাধুনিক বিমানবন্দর নির্মিত হবে

সংসদ রিপোর্টার ॥ দেশের দক্ষিণাঞ্চলে সর্বাধুনিক আন্তর্জাতিক মানের নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, দেশের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটানোর পাশাপাশি বিমান পরিবহনে বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলে (ঢাকার পাশ্ববর্তী এলাকা) সর্বাধুনিক আন্তর্জাতিক মানের নতুন একটি বিমানবন্দর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, যশোর বিমানবন্দরের মাধ্যমে আকাশপথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ পরিচালিত হচ্ছে। এ যোগাযোগ ব্যবস্থার আরও সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের উন্নয়ন, মংলা বন্দরের কার্যকারিতা বৃদ্ধি এবং মংলা ইপিজেড ও মংলা ইকোনমিক জোন ইত্যাদির কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ‘খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ’ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। রাশেদ খান মেনন জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০১৫ সালের ৫ মে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন হয়েছে। এ বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ ও পরামর্শক নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
×