ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কুয়ালালামপুরে ১৯ ও ২০ নবেম্বর ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’

প্রকাশিত: ০৮:০৭, ২১ জুলাই ২০১৬

কুয়ালালামপুরে ১৯ ও ২০ নবেম্বর ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে বিদেশী বিনিয়োগ উৎসাহিত করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৯ ও ২০ নবেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’। ছয় মহাদেশের উচ্চপদস্থ বাংলাদেশীরা এ সম্মেলনে অংশ নেবেন। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, খেলাধুলা ও পর্যটন- এই ছয়টি খাতে বিদেশী বিনিয়োগ বাড়াতে এ সম্মেলন ভূমিকা রাখবে। সম্মেলনের আয়োজক অল ইউরোপিয়ান বাংলাদেশ এ্যাসোসিয়েশন (আয়েবা)। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়ার (বিজেম) সহযোগিতায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়েবা। এতে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও আয়েবার পরামর্শক আতিকুল ইসলাম, পরামর্শক আব্বাস উল্লাহ, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মনিরুজ্জামান লিটন, এম এ হক ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। কাজী এনায়েত উল্লাহ বলেন, ইউরোপের ৩০ দেশে প্রায় ১০ লাখ বাংলাদেশীর বসবাস। এই বিপুলসংখ্যক মানুষের স্বার্থরক্ষার পাশাপাশি ইউরোপজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে আয়েবা। বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ আরও বাড়াতে এখন থেকে দুই বছর পর পর বিশ্বের বিভিন্ন প্রান্তে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হবে। প্রথম শীর্ষ সম্মেলনটি হচ্ছে মালয়েশিয়ায়। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় এ সম্মেলন হবে বলে জানান কাজী এনায়েত উল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে বিশ্বের প্রায় ৭০ দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটের সাহায্যও চাওয়া হয়েছে। সম্মেলনের জন্য বাংলাদেশের ছয়টি খাতকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এসব খাতে বিদেশী বিনিয়োগ বাড়াতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা আয়োজকদের। গ্লোবাল সামিটের প্রথম আয়োজন মালয়েশিয়ায় করার কারণ সম্পর্কে কাজী এনায়েত উল্লাহ বলেন, ওই দেশে অনেক বাংলাদেশী আছেন। সেখানকার শ্রমবাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
×