ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে কর্মরত বিদেশীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:৫২, ১৮ জুলাই ২০১৬

পদ্মা সেতুতে কর্মরত  বিদেশীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে জঙ্গী হামলায় আমরা উদ্বিগ্ন কিন্তু শঙ্কিত নই। আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু ভেঙ্গে পড়িনি। এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় ব্যাপক নিরাপত্তা বিধানে প্রস্তুতি রয়েছে। পদ্মা সেতু শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি দেশের একটি গর্বের প্রকল্পও বটে। ইতোমধ্যে মূল সেতুর বিশটি পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং সেতুর সার্বিক অগ্রগতি ৩৬ শতাংশ। পদ্মা সেতুতে কর্মরত বিদেশীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশাকরি প্রকল্পের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে। রবিবার সকালে শ্রীনগরের দোগাছির পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়ায়-১ এ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সেনাবাহিনীর মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল সহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল হামিদ, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন ও সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু প্রমুখ।
×