ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেতন বৈষম্য দূর হোক

প্রকাশিত: ০৭:২২, ১৬ জুলাই ২০১৬

বেতন বৈষম্য দূর হোক

আমরা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় শ্রেণীভুক্ত ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে আছি। আমাদের দুঃখ-কষ্ট, বেদনা-অবহেলার খবর কেউ রাখে না। প্রতিদিন সকাল ৮-৯টায় বিদ্যালয়ে এসে অফিসের কাজের পাশাপাশি শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত ক্লাস নিতে হয়। গ্রীষ্মকালীন ও রমজানের বন্ধেও অফিস করতে হয়। এছাড়া বছরের অন্যান্য ছুটিও তেমন ভোগ করা যায় না। অফিস সহকারী এইচএসসি/বিএ পাস, সঙ্গে কম্পিউটারে অভিজ্ঞতা থাকে। কিন্তু দুঃখ ও লজ্জাজনক হলেও সত্য যে একজন অফিস সহকারীর বেতন-স্কেল একজন শুধু নাম লিখে বেতন তুলতে পারেন ঝাড়ুদারের চেয়ে সামান্য বেশি। বিএ, বিএড শিক্ষকদের বেতন যদি অফিস সহকারীর চেয়ে ৬/৭ হাজার টাকা বেশি হয়, তাহলে মাত্র এক ক্লাস কম পড়া অফিস সহকারী ঝাড়ুদারের চেয়ে ৩/৪ হাজার টাকা বেশি পাবেন না কেন? তা হলে কি আমাদের পড়ালেখার কোন মূল্য নেই? পৃথিবীর কোন সভ্য সমাজে কি এই নিয়ম চালু আছে? তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অফিস সহকারীর কাজের গুরুত্ব বিবেচনা করে বিশেষ ভাতা দিয়ে, বেতনবৈষম্য দূর করার সুব্যবস্থা করবেন। মোঃ শাহজাহান তালুকদার গোপালপুর, টাঙ্গাইল
×