ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিবেশী তিন দেশের সংখ্যালঘুদের জন্য ‘বিশেষ সুবিধা’ ভারতের

প্রকাশিত: ০৬:১৮, ১৫ জুলাই ২০১৬

প্রতিবেশী তিন দেশের সংখ্যালঘুদের জন্য ‘বিশেষ সুবিধা’ ভারতের

বিডিনিউজ ॥ দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ‘সংখ্যালঘুদের’ জীবনযাপন ‘সহজ’ করতে বেশকিছু উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির সরকার। জমি কেনা, ব্যাংক হিসাব খোলা ও আত্মকর্মসংস্থানের সুবিধাসহ একগুচ্ছ উদ্যোগের একটি প্যাকেজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়। ভারত সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, মন্ত্রিসভা এই সুবিধাগুলো অনুমোদন করায় দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে বসবাসরত তিনটি দেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রীস্টানদের দীর্ঘ দিনের কষ্টকর জীবনযাপন সহজ হবে। কী কী সুবিধা পাবেন তারা ॥ ব্যাংক এ্যাকাউন্ট খোলা, বসবাস ও আত্মকর্মসংস্থানের জন্য সম্পত্তি কেনা, আত্মকর্মসংস্থানের উদ্যোগ নেয়া, ড্রাইভিং লাইসেন্স, ব্যক্তিগত হিসাব নম্বর (পিএএন) ও আধার কার্ড, বর্তমানে অবস্থানরত রাজ্য বা অঞ্চলে মুক্তভাবে চলাচল, দীর্ঘমেয়াদী ভিসার (এলটিভি) কাগজপত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তর, স্বল্পমেয়াদী ভিসা ও এলটিভির মেয়াদ না বাড়ানোর জরিমানা মওকুফ, বিনা অনুমতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেও সেখান থেকে স্বল্পমেয়াদী ভিসার জন্য আবেদনের অনুমতি, এজন্য সাতটি রাজ্যের কতগুলো জেলাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে, যেসব জেলার প্রশাসকরা সংখ্যালঘুদের আবেদনে সম্মতি দিতে পারবেন। অবশ্য যেসব রাজ্যকে এই সুবিধা দেওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলা নেই। নির্দিষ্ট সাতটি রাজ্য হলো- ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লী, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান। ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএস পরীক্ষা-২০১৫-এর লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। উক্ত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, বিস্তারিত সময়সূচী পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমে জানানো হবে। -বিজ্ঞপ্তি
×