ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টিম গঠন

১৭ বীমা কোম্পানির দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ০৬:৩৩, ২২ জুন ২০১৬

১৭ বীমা কোম্পানির দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ও বেসরকারী ১৭ বীমা কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের এক হাজার ৭৮১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় দুদক। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। টিমে রয়েছেন সহকারী পরিচালক আনোয়ার হোসেন। এছাড়া সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে অনুসন্ধান কাজের তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়। অভিযুক্ত বীমা কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ ইনস্যুরেন্স, জীবন বীমা কর্পোরেশন, ফারইস্ট ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, সন্ধানী লাইফ, প্রগতি লাইফ, সানফ্লাওয়ার লাইফ, সানলাইফ, প্রাইম ইসলামী লাইফ, মেঘনা লাইফ, ডেল্টা লাইফ, রূপালী লাইফ, হোমল্যান্ড লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, বায়রা লাইফ এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। দুদক সূত্র আরও জানায়, আইডিআরএ’র কাছে কোম্পানিগুলোর দাখিল করা তথ্য পর্যালোচনায় সরকারী-বেসরকারী ১৭টি লাইফ-বীমা কোম্পানির মধ্যে অবৈধ ব্যয়ের শীর্ষে ৭টি কোম্পানির কথা বলা হয়েছে। ওই ৭ কোম্পানির মোট অবৈধ ব্যয় করেছে ১ হাজার ৩৯৬ কোটি ২৮ লাখ টাকা। অবৈধ ব্যয়ের শীর্ষে কোম্পানির মধ্যে পপুলার লাইফ ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা, জীবন বীমা কর্পোরেশন ২৭৬ কোটি ৭৬ লাখ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ২০০ কোটি ৫১ লাখ টাকা, পদ্মা ইসলামী লাইফ ১৬৬ কোটি ৮৩ লাখ, গোল্ডেন লাইফ ১৬৫ কোটি ২৫ লাখ, সন্ধানী লাইফ ১৫৫ কোটি ৫৯ লাখ, প্রগতি লাইফ ১৪৬ কোটি ৯৬ লাখ টাকা অবৈধভাবে ব্যয় করেছে। এছাড়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সানফ্লাওয়ার লাইফ ৯১ কোটি ২৭ লাখ টাকা, সানলাইফ ৯০ কোটি ৭০ লাখ টাকা, প্রাইম ইসলামী লাইফ ৭৪ কোটি ৪১ লাখ, মেঘনা লাইফ ৬৯ কোটি ৫২ লাখ টাকা, ডেল্টা লাইফ ৫৫ কোটি ৩২ লাখ টাকা, রূপালী লাইফ ৫০ কোটি ২৩ লাখ, হোমল্যান্ড লাইফ ৪৮ কোটি ৮ লাখ, প্রোগ্রেসিভ লাইফ ৪২ কোটি ৬৩ লাখ টাকা, বায়রা লাইফ ৩৮ কোটি ৬২ লাখ টাকা ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ৭ বছরে ২১ কোটি ৩৭ লাখ টাকা অবৈধ ব্যয় করেছে। বিদেশী গণমাধ্যমে সেনা বাহিনীতে নিয়োগ-আইএসপিআরের বক্তব্য সম্প্রতি একটি বিদেশী ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সম্পর্কিত যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন মহল করে থাকতে পারে। এখানে উল্লেখ্য, আইএসপিআর পরিদফতরের মাধ্যমে এরূপ বিজ্ঞাপন শুধু বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় বাংলা ভাষায় প্রচার করা হয়ে থাকে। বিদেশী কোন প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় আইএসপিআর পরিদফতর হতে কোন বিজ্ঞাপন প্রচার করা হয়না। উপরন্তু সংশ্লিষ্ট বিজ্ঞাপনে বেতন স্কেলের যে তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনে বেতন স্কেলের কোন তথ্য দেয়া হয়না। -আইএসপিআর
×