ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতার হাত পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

প্রকাশিত: ০৪:১৩, ১৯ জুন ২০১৬

ছাত্রলীগ নেতার হাত পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় জাকারিয়া নামে এক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি পেটা করে হাত-পা ভেঙ্গে দিয়েছে দলীয় প্রতিপক্ষরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় শরণখোলা হাসপাতাল থেকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার তাফালবাড়ী বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত জাকারিয়ার ভগ্নিপতি আজিজুর রহমান খলিফা জানান, ওই সময় সাউথখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া তাফালবাড়ী বাজারের একটি চায়ের দোকানের সামনে বসা ছিল। স্থানীয় ছাত্রলীগ নেতা হুমায়ুন আজাদ জমাদ্দার মিঠুর নেতৃত্বে ৪ যুবক হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত তার ওপর হামলা চালায়। হাতুড়ি পেটা করে জাকারিয়ার ডান হাত ও ডান পা ভেঙ্গে দেয়া হয় এবং মাথায় প্রচ-ভাবে আঘাত করে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ সহদেব কুমার অধিকারী জানান, জাকারিয়ার মাথায় আঘাত রয়েছে। তার হাত ও পা ভেঙ্গে গেছে। গুরুতর অবস্থায় তাকে খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে মিঠু জানান, এর পূর্বে ওই জাকারিয়াসহ অন্যান্যরা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। শেবাচিম অধ্যক্ষকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ক্ষমতাসীন দলের বিবদমান দু’গ্রুপের চাপের মুখে শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়েছেন শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা। শুক্রবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর ওইদিন সন্ধ্যায় তাকে শেরেবাংলা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার সকালে এয়ার এ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি হাসপাতালের যুব রেডক্রিসেন্ট শেবাচিম ইউনিটের পাল্টাপাল্টি কমিটি নিয়ে ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া পর্যন্ত হয়েছে। কলেজ হোস্টেলে উভয় গ্রুপের লোকজনের অস্ত্র মজুদ করেছে এমন খবরে গত ১৪ জুন রাতে কলেজের তিনটি হোস্টেলে অভিযান চালাতে যায় পুলিশ। কিন্তু অধ্যক্ষ ভাস্কর সাহা পুলিশকে অভিযান পরিচালনা করতে দেননি। সূত্রমতে, ভাস্কর সাহাকে বাধ্য করা হয়েছে অভিযান পরিচালনা যাতে না হয় সেই ব্যবস্থা করতে। অপরদিকে কমিটি গঠনকে কেন্দ্র করে কোতোয়ালি মডেল থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়েছে। সর্বশেষ অস্ত্রসহ গ্রেফতার হয়েছে মেডিক্যালের চতুর্থ বর্ষের দু’ছাত্র। সবকিছু মিলিয়ে মানসিক চাপের মুখে স্টক করেন ডাঃ ভাস্কর সাহা। শেরেবাংলা হাসপাতালের পরিচালক ডাঃ এসএম সিরাজুল ইসলাম বলেন, শনিবার সকাল সাতটার দিকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য অধ্যক্ষ ভাস্কর সাহাকে ঢাকায় পাঠানো হয়েছে।
×