ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধভিত্তিক ভার্চুয়াল জাদুঘর

প্রকাশিত: ০৫:৩৬, ১৮ জুন ২০১৬

মুক্তিযুদ্ধভিত্তিক ভার্চুয়াল জাদুঘর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মুক্তিযুদ্ধভিত্তিক ভার্চুয়াল জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে মুক্তিযোদ্ধাদের সকল নাগরিক সেবা বিনামূল্যে প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরের মুক্তিযুদ্ধের সময় ত্যাগ-তিতিক্ষার গল্প, ভালোবাসার গল্প, কষ্ট করে অর্জনের গল্প, জ্বলন্ত অধ্যায়ের গল্প, অস্তিত্বের গল্প, ইতিহাসের গল্প, হৃদয় মলাটের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা অপ্রকাশিত গল্পসহ এমন হাজারে মুক্তিযোদ্ধার গল্প, ছবি, স্মারক নিয়ে উদ্যোগ নিয়েছে ভার্চুয়াল জাদুঘর নির্মাণের। ভার্চুয়াল মুক্তিযুদ্ধ জাদুঘর ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে নাগরিক সেবা প্রদান উপলক্ষে আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার আয়োজন করে ‘গরবের নাম মুক্তিযুদ্ধ’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান। বৈকালিক চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ জুন ॥ চিকিৎসক, ওষুধপত্র, জনবল ও নানা উপকরণ সংকটে দেশব্যাপী চিকিৎসা সেবার কার্যক্রম যখন সাড়া ফেলতে হিমশিম খাচ্ছে, ঠিক সেসময় উত্তরের নওগাঁ জেলার মান্দা ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু করায় অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। নওগাঁর সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুলের ঐকান্তিক প্রচেষ্টায় নানা প্রতিকূলতার মাঝেও এ কার্যক্রম এখনও চালু রয়েছে।
×