ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৬:০৬, ১৭ জুন ২০১৬

উবাচ

আইএস নেই, আছে মুস্তাফিজ-সাকিব স্টাফ রিপোর্টার ॥ এক মার্কিন নাগরিক তাদের দেশে বসেই বাংলাদেশের বিভিন্ন জঙ্গী হামলা আইএস ঘটিয়েছে বলে প্রচার করছেন। এরপরই মূলত বাংলাদেশী আইএসের গন্ধ খোঁজার চেষ্টা করছেন অনেকে। যদিও এখনও পর্যন্ত সাঁড়াশি অভিযানে আইএস বলে কেউ গ্রেফতার হয়নি। দেখেশুনে মনে হচ্ছে জেমবি আর আনসারুল্লাহ বাংলা টিম নিজেদের কুখ্যাতি সৃষ্টির প্রচেষ্টায় ভুয়া আইএস সাজার পাঁয়তারা করছে। তবে দেশে হোক বিদেশে হোক, যেই দেশে আইএস খোঁজার চেষ্টা করছেন সবার উদ্দেশ্যে বলছেন- আইএস নেই, আছে মুস্তাফিজ-সাকিব। সত্যিই তো সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের উত্থান বিশেষ করে মুস্তাফিজের নৈপুণ্যে এ কথা বলাই চলে। বীরেন শিকদার বলেছেন, বিশ্বের বাঘা বাঘা দল এখন বাংলাদেশে খেলতে এসে আমাদের নিয়ে আলাদা করে ভাবে। মুস্তাফিজ-সাকিব থাকায় তাদের চিন্তায় পড়তে হচ্ছে। জঙ্গী আছে- এ অজুহাতে অস্ট্রেলিয়া খেলতে আসেনি, কিন্তু কেন আসেনি তা আমরা জানি। কারণ আমাদের দেশে মুস্তাফিজ-সাকিবের মতো খেলোয়াড় রয়েছে। ক্রিকেট খেলতে না এলেও ফুটবল খেলতে ঠিকই এসেছিল অস্ট্রেলিয়া। উনি হেডমাস্টার আমরা ছাত্র স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি সংসদ সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কমিটি থেকে ছেঁটে দিয়েছে আদালত। এতে হেব্বি চটেছেন সংসদ সদস্যরা। তবে চটে কোন লাভ হচ্ছে না। আদালতের রায় বদলে দেয়ার ক্ষমতা কারও নেই। এর ওপর শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে যদি ঠিকঠাক আদর আপ্যায়ন না পান তো রাগ হওয়ারই কথা। আর যদি সংসদের বাজেট আলোচনায় সেটা না বলেন তো কোথায় গিয়ে আর বলবেন। এর চেয়ে উপযুক্ত জায়গা কি আর আছে? সরকার দলের সাংসদ ইউনুস আলী সরকার বাজেট আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কথা কিছু বলতে চাই। শিক্ষামন্ত্রী তার মন্ত্রণালয়ে গেলে যেমন ব্যবহার করেন তাতে মনে হয় উনি হেডমাস্টার আর আমরা ছাত্র। এখন আবার বলা হচ্ছে, আমরা নৈশপ্রহরী-দপ্তরী নিয়োগ দিতে পারব না। যদিও তিনি উৎসব ভাতা না পাওয়ায় দুঃখ প্রকাশ করে তা দাবি করেন। তিনি বলেন, আমরা বোনাস পাই না। অনেক স্তর পার হয়ে এখানে আসতে হয়। আমরা পেনশনও পাই না। আমরা কেন পিছিয়ে থাকব? তিনি বলেন, বলা হয় এমপিরা নাকি চোর। টিআর-কাবিখার টাকা চুরি করে। এখানে এমন অনেকেই আছেন যারা ১২০ টাকার লুঙ্গি পরেন। গুরুত্ব টের পায় না স্টাফ রিপোর্টার ॥ দেশের গণমাধ্যম, অন্য দলের মানুষ, সাধারণ মানুষ সবাই জাতীয় পার্টির গুরুত্ব বুঝলেও বুঝতে পারছেন না সেই দলের নেতাকর্মীরা। তাই বিস্তর রাগারাগি করছেন জাতীয় পার্টির গুরু দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। সম্প্রতি ইফতারের আগে কড়া করে ধমকে দিয়েছেন দলের অমনোযোগী রাজনীতিবিদদের। বলে দিয়েছেন, নতুন কমিটিতে রাখা হবে না এদের। গত মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতারপূর্ব আলোচনায় এরশাদ বলেন, দেশে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, রক্ত ঝরছে। মিডিয়া আজ জাতীয় পার্টির পক্ষে লিখছে। কারণ সবাই বুঝতে পারছে নৈরাজ্যের হাত থেকে বাঁচতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই। আমরা ছাড়া জনগণকে কেউ নিরাপত্তা দিতে পারবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘অথচ তোমরা সেটা বুঝতে পারছ না। আমার মনে হয় না ইউপি নির্বাচনে জাতীয় পার্টির কয়জন প্রার্থী জয়ী হয়েছেন তা তোমরা বলতে পারবে।’ নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক কর্মকা-ে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এবার নতুন কমিটি করতে যাচ্ছি- যারা পার্টির কোন খোঁজখবর রাখো না, দল নিয়ে চিন্তা-ভাবনা করো না, তাদের দলে রাখা হবে না।’
×