ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে গর্ত ভরাট করেই লাখ টাকা লোপাট

প্রকাশিত: ০৬:২০, ১৩ জুন ২০১৬

শ্রীনগরে গর্ত ভরাট করেই লাখ টাকা  লোপাট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে গর্ত ভরাট করেই এলজিইডির লাখ টাকা লোপাট করছেন দুই ইউপি সদস্য। তাদের এ কাজের সঙ্গে প্রকল্পটির তদারককারী কর্মকর্তা উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের জড়িত থাকার অভিযোগ উঠেছে। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দত্তগাঁও-মুসলিমপাড়া রাস্তা ভড়াটের প্রকল্পে এ ঘটনা ঘটেছে। রবিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ৬শ’ ফুট দীর্ঘ প্রকল্পটির নামে ৫০ হাজার টাকা ইতোমধ্যে উত্তোলন করে মাত্র ১০ ফুট দীর্ঘ ছোট একটি গর্ত ভড়াট করা হয়েছে। এলাকাবাসী জানায়, এতে খুববেশি হলে ১২ হাজার টাকা খরচ হয়েছে। প্রকল্পে চালাকি করে সভাপতি বানানো হয়েছে ওই ইউনিয়নেরই ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সোলায়মানকে। সাধারণ সম্পাদক হয়েছেন ৭নং ওয়ার্ডের মেম্বার নজরুল শেখ। তারা দুজন মিলে ইতোমধ্যে উত্তোলিত অর্থ ভাগবাটোয়ারা করে নিয়েছেন। প্রকল্পের বাকি ৫০ হাজার টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন। এ ব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলাম শেখ জানান, প্রকল্পটি যে এক লাখ টাকার তা আমি জানি না। এখানে পঁচিশ হাজার টাকার মতো কাজ হয়েছে। অপর মেম্বার সোলায়মানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা এলজিইডির প্রধান প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ নিয়ে তার অফিসের কারও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
×