ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আসলাম চৌধুরী ফের পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৮:১১, ৯ জুন ২০১৬

আসলাম চৌধুরী ফের পাঁচ দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ সাত দিনের রিমান্ড শেষ হওয়ার পর রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে এবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালত। রাজধানীর গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় গত ৩১ মে তাকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়। আসামিপক্ষে এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে মহানগর পিপি আবদুল্লাহ আবু মামলা পরিচালনা করেন। এদিকে সুনির্দিষ্ট ধারা ও অভিযোগে মামলা হওয়ায় আসলাম চৌধুরীকে ৫৪ ধারার একটি পৃথক মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এ বিষয়ে পরে শুনানি হবে বলে জানিয়েছে আদালত। গত ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি। দ-বিধির ১২০ (বি), ১২১ (৩) ও ১২৪ (এ) ধারায় ডিবি’র ইন্সপেক্টর গোলাম রাব্বানী বাদী হয়ে মামলাটি করেন। রাষ্ট্রদ্রোহের মামলায় বলা হয়, আসলাম চৌধুরী গত ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ভারতে অবস্থানকালে আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহির্ভূত রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাত করেন। ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি এ্যান্ড এ্যাডভোকেসির প্রধান লিকুদ পার্টির নেতা সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাতের বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশিত হলে দেশ-বিদেশে তোলপাড় শুরা হয়।
×