ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডেটিংয়ে পছন্দের পোশাক

প্রকাশিত: ০৬:১৯, ৭ জুন ২০১৬

ডেটিংয়ে পছন্দের পোশাক

স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়া যায় এখন সবাই কমবেশি অবগত ডেটিং এ্যাপ সম্পর্কে। এক্ষেত্রে একটা সমস্যায় পড়তে হয় ব্যবহারকীদের। তাহলো ডেটিং এ্যাপে সহজে ছবি পেতে কি ধরনের পোশাক পরতে হয়। সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা করেছে এইচটিসি। ওই গবেষণায় দেখা যায়, টিন্ডার, হ্যাপেন আর বাম্বলের মতো সাইটগুলোতে ছেলেদের চুলের স্টাইল নিয়ে মেয়েরা কম আগ্রহী। বরং স্যুট জ্যাকেট আর চামড়ার সঙ্গে লেগে থাকা জিন্সের চেয়ে, ৩৮ শতাংশ মেয়ে ছেলেদের গায়ে নীল রঙের পোশাক দেখে বেশি আকর্ষণ অনুভব করে। এইচটিসির করা ওই জরিপে আরও জানা যায়, মেয়েদের চোখে পড়ার জন্য ছেলেদের লাল রঙের পোশাক বেশি আকর্ষণীয়। আর অন্যদিকে ছেলেরা মেয়েদের শরীরচর্চার পোশাক পরা ছবি দেখে বেশি আকর্ষিত হয়। ব্যক্তিগত স্টাইল পরামর্শক চ্যানটেলে নিডেরিক বলেন, ‘মোবাইল ডেটিং এ্যাপ ব্যবহার যখন বাড়ছে, আপনার মোবাইলে আপনি কীভাবে নিজেকে ঠিকভাবে ভাল দেখাবেন তা গুরুত্বপূর্ণ। অতীতে প্রথম দেখায় পাওয়া মনোভাব প্রথম ডেটেই তৈরি হতো, যেখানে এখনকার দিনের সম্ভাব্য সঙ্গীরা দুই বা তিনটি ছবির ওপর ভিত্তি করে প্রতিটি ছবি সরানোর সময় মুহূর্তেই সিদ্ধান্তই নিচ্ছে।’ জরিপে অংশ নেয়া ২৪ শতাংশ অংশগ্রহণকারী জানান, তারা কোন সম্পর্ক চালু হওয়ার পরও ডেটিং এ্যাপে নিজেদের প্রোফাইল চালু রাখেন। বর্তমানে ডেটিং এ্যাপগুলোর শীর্ষে রয়েছে টিন্ডার। আর এতে বিশ্বব্যাপী পাঁচকোটি ব্যবহারকারী রয়েছে বলে ধারণা হরা হয়।-স্কাইনিউজ
×