ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়নি

প্রকাশিত: ০৪:২৩, ৭ জুন ২০১৬

নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়নি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান নির্বাচনী কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি বলে দাবি করেছেন তার অনুসারি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং উপজেলা নির্বাচনী কর্মকর্তার মনগড়া বক্তব্যের তদন্তপূর্বক শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। আওয়ামী লীগ নেতারা বলেন, দল থেকে মনোনয়ন না পেয়ে কিছু বিদ্রোহী প্রার্থী ও তাদের নেতারা নির্বাচনে ভরাডুবির মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে নরম করতে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। নির্বাচনী কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি মোস্তাফিজুর রহমান। তার শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। নির্বাচনী কর্মকর্তা সরঞ্জাম আনার কথা বলে জেলা নির্বাচনী কর্মকতাঁর অফিসে গিয়ে বিভিন্ন ভঙ্গিতে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন। তারা মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে আসা অভিযোগগুলোর তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর গফুর। লিখিত বক্তব্যে তিনি বলেন, আধুনিক সুন্দর বাঁশখালী বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে উপজেলার সচেতন জনগণ, ছাত্র ও যুবসমাজ ঐক্যবদ্ধ। কিন্তু বর্তমানে কিছু কিছু অচল নেতা সচল হওয়ার জন্য নন ইস্যুকে ইস্যু বানিয়ে বাঁশখালীর রাজনীতিতে আর্বিভূত হওয়ার স্বপ্ন দেখছেন। ঝিনাইদহে ভাগ্নের হাতে মামা খুন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৬ জুন ॥ পারিবারিক কলহের জের ধরে হরিণাকু-ুতে ভাগ্নের হাতে মামা আলফাজ উদ্দিন (৫০) খুন হয়েছে সোমবার দুপুরে। এ ঘটনায় আহত ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলফাজ উদ্দিন দারিয়াপুর গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে। জানা গেছে, সোমবার সকালে ঝিনাইদহে মামলায় হাজিরা দিতে আসতে দেরি হওয়ায় আলফাজ ও তার ভাগ্নেদের মধ্যে বাগ্বিত-া হয়। এরই জের ধরে বিকেলে ভাগ্নে হাবিবুর মামা আলফাজের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নীলফামারীতে স্যালাইন সঙ্কট স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ছয় উপজেলার সরকারী হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিককে খাওয়ার স্যালাইন সঙ্কট দেখা দিয়েছে। সরকারীভাবে সরবারহ না থাকায় চারদিন ধরে এ পরিস্থিতিতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা বিপাকে পড়েছে। সোমবার খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া আক্রান্ত রোগীরা সরকারীভাবে প্যাকেটজাত খাওয়ার স্যালাইন না পেয়ে হাতে তৈরি খাওয়ার স্যালাইন বানিয়ে ডায়রিয়া আক্রান্ত রোগীদের খাওয়াচ্ছে। মেডিক্যাল অফিসার ডাঃ হাসিনুর রহমান বলেন, সরকারীভাবে খাওয়ার স্যালাইন সরবরাহ না পাওয়ায় চারদিন ধরে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে হাতে বানানো খাওয়ার স্যালাইন সরবারহ করা হচ্ছে।
×