ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৮ লাখ টাকা জরিমানা

মিরপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার ও এক হাসপাতালে র‌্যাবের অভিযান

প্রকাশিত: ০৮:৩৬, ২৫ মে ২০১৬

মিরপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার ও এক হাসপাতালে র‌্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ অষ্টম শ্রেণী পাস লোক দিয়ে করা হতো রক্ত পরীক্ষার কাজ। রোগ নির্ণয়ের রিপোর্টও তৈরি করতেন তিনি নিজেই। শুধু রিপোর্টের নিচে লেখা থাকত একজন বিশেষজ্ঞ ডাক্তারের নাম। তাতে স্বাক্ষরও করতেন অষ্টম শ্রেণী পাস ওই লোকই। এভাবেই চলছিল মিরপুর ১০ নম্বর গোলচক্করের আল হেলাল ডায়াগনস্টিকের কাজকর্ম। এজন্যই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সেখানে হানা দেয়। চালায় দু’ঘণ্টাব্যাপী অভিযান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন। এখান থেকে পাশের আলোক হেলথ কেয়ার নামে অপর একটি ডায়াগনস্টিক হাসপাতালে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। এখানে অননুমোদিত ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের দরুন চার লাখ টাকা জরিমানা করা হয়। সর্বশেষ অভিযান চালানো হয় ডাক্তার আজমল হাসপাতালে। এখানে আদালত দেখতে পায়Ñ শত শত রোগী এসে ভিড় জমায় রক্তের বিভিন্ন পরীক্ষাসহ শরীরের অন্যান্য জটিলতা নির্ণয়ের জন্য। কিন্তু এখানে ছিল না লাইসেন্স নবায়ন। আইসিইউ মানসম্মত ছিল না। এছাড়া অনুমোদনের বাইরেও অতিরিক্ত শয্যা রাখার মতো অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
×