ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তিন দিনের সফরে ঢাকায় কুয়েতের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:৩৬, ৪ মে ২০১৬

তিন দিনের সফরে ঢাকায় কুয়েতের প্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতার পরিধি বাড়াতে তিন দিনের সফরে ঢাকা এসেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ। মঙ্গলবার বিকালে কুয়েতের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুয়েতের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা একটি বিশেষ বিমানে ঢাকায় পৌছান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে সফররত কুয়েতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহর সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কুয়েতের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কুয়েতের প্রধানমন্ত্রীও তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রী বিদ্যুত ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রমুখ। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান, ঢাকা ও কুয়েতের কূটনৈতিক মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×