ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় বাংলাদেশিদের যাওয়ার সুযোগ নেই॥আপিল বিভাগ

প্রকাশিত: ১৮:৫৯, ২ মে ২০১৬

লিবিয়ায় বাংলাদেশিদের যাওয়ার সুযোগ নেই॥আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার॥ সরকারি নিষেধাজ্ঞা থাকায় ওয়ার্ক পারমিট ও বৈধ ভিসা থাকা সত্ত্বেও লিবিয়ায় যেতে পারবে না বাংলাদেশিরা। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে রিট আবেদনকারীরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে লিবিয়ায় যাওয়ার সুযোগ পায় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে ৭৪ জন বাংলাদেশি নাগরিক বৈধ ও ওয়ার্ক পারমিট থাকার পরও লিবিয়ায় যাওয়ার অনুমতি দেয়নি সরকার। সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। হাইকোর্ট ৭৪ জন বাংলাদেশিকে লিবিয়ায় যাওয়ার জন্য সুযোগ করে দিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ আবেদনের পক্ষে অতিরিক্ত অ্যটার্নি জেনারলে মুরাদ রেজা ও আদেনকারীদের পক্ষে অ্যাডভোকেট এ এম আমিনুদ্দিন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। আপিল স্থগিত আদেশ দিয়ে বলে, সরকারই সিদ্ধান্ত গ্রহণ করেছে, বর্তমান পরিস্থিতি লিবিয়ায় যাওয়ার সুযোগ নেই। অতএব আবেদনকারীরা সেখানে যেতে পারবেন না।
×