ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুজনকে গুলি করে ৪ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৫:৪৯, ১ মে ২০১৬

রাজধানীতে দুজনকে গুলি করে ৪ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান ও পুরানা পল্টনে ছিনতাইকারীরা এক বিকাশ এজেন্টসহ দু’জনকে গুলি করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। লুণ্ঠিত মালামালও উদ্ধার করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২-এর ১০৮ নম্বর রোডে মোঃ বিল্লাল হোসেন (৪৫) নামে এক বিকাশ এজেন্টকে গুলি চালিয়ে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে গুলিবিদ্ধ বিল্লালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের ভাগনে রিপন জানান, গুলশানের ২ নম্বরের ওই রোডে বিল্লাল জেনারেল স্টোর নামে তার একটি মুদি দোকান রয়েছে। একই দোকানে তিনি বিকাশের ব্যবসা করেন। তিনি জানান, প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মামা বেল্লাল গুলশান-২-এর এলাকার ১১৪ নম্বর সড়কের ২৭ নম্বর বাসা থেকে টাকা টিফিন ক্যারিয়ারে ভরে হেঁটে দোকানে যাচ্ছিলেন তিনি। বাসার অদূরে এ সময় মোটরসাইকেলে করে চারজন ছিনতাইকারী তার হাতে গুলি করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল সাড়ে ১০টার পর বেল্লালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন। বেল্লালের বাহুতে গুলি লেগেছে। এদিকে একইদিন ভোরের দিকে রাজধানীর পুরানা পল্টন এলাকায় ছিনতাইকারীরা ইফতেখার আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি চালিয়ে স্বর্ণালঙ্কার, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ইফতেখারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ইফতেখার আলম জানান, আমার ভাইঝি তাসলিমাকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকায় আসি। বাস থেকে নেমে রিক্সায় করে মতিঝিল আরামবাগ এলাকা দিয়ে যচ্ছিলাম। পথে পুরানা পল্টন বক্স কালভার্ট রোড এলাকায় পৌঁছলে প্রাইভেটকারযোগে ৫ ছিনতাইকারী তাদের রিক্সার গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা নগদ পাঁচ হাজার টাকা, দুটি ব্যাগ ও দু’টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় আমার বাম পায়ের বাম হাঁটুর নিচে গুলি করে। পরে ভাইঝির সহায়তায় তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।
×