ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শিক্ষা বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:৩৪, ৩০ এপ্রিল ২০১৬

নেত্রকোনায় শিক্ষা বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ শিক্ষা বিষয়ক ‘গ্লোবাল এ্যাকশন উইক’ উপলক্ষে গণস্বাক্ষরতা অভিযান ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে শনিবার বিকেলে জেলা প্রেসক্লাবে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান। স্বাবলম্বীর কার্য নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক রওশন আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন: সংস্থার নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের মনিটরিং কর্মকর্তা মাহবুবুল আলম, অধ্যাপক মতীন্দ্র সরকার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শহীদুল ইসলাম, গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষক আবু জাহিদ দুলদুল ও স্বাবলম্বীর কর্মসূচী পরিচালক স্বপন পাল প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় সরকারি ও কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং শিক্ষা ব্যয়ের ওপর তুলনমূলক সমীক্ষার প্রতিবেদন উপস্থাপন করেন লুৎফর রহমান। গ্লোবাল এ্যাকশন উইকের ধারণাপত্র উপস্থাপন করেন দেবজ্যোতি জনি। আলোচনা শেষে চারটি মাধ্যমিক বিদ্যালয়ের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। বিকাল সাড়ে পাঁচটায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ‘শিক্ষা ও অধিকার’ বিষয়ক সাংবাদিক সম্মেলন।
×