ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও সীমান্তের ১৫ কিমিজুড়ে মিলনমেলা

প্রকাশিত: ০৪:০৭, ১৬ এপ্রিল ২০১৬

ঠাকুরগাঁও সীমান্তের ১৫ কিমিজুড়ে মিলনমেলা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ এপ্রিল ॥ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী, বেতনা, মলানীসহ কয়েকটি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এসেছিলেন দুই বাংলার হাজারও স্বজন-প্রিয়জন। নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ও বিএসএফ এ সুযোগ করে দিয়েছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তের প্রায় ১৫ কিলোমিটারজুড়ে বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষের এ মিলনমেলা বসে। উভয় দেশের সীমান্তে পর্যাপ্তসংখ্যক বিজিবি ও বিএসএফ মোতায়ন করা হয়। কঠোর পাহারায় কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে স্বজনদের এক মুহূর্ত দেখতে দূর-দূরান্ত থেকে লাখো মানুষের ঢল নামে। এ সময় একজন আরেকজনকে পাগলের মতো দৌড়ে খুঁজে বের করে। পরে তারা কাটা তারের উপর দিয়ে খাবারসহ অন্যান্য উপহার সামগ্রী ছুড়ে দিয়ে বিনিময় করে। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। হরিপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, হরিপুর উপজেলার অধিকাংশ এলাকা পাকিস্তান-ভারত বিভক্তির আগে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে ছিল। এ কারণে দেশ বিভাগের পর আত্মীয়স্বজনরা দুই দেশে ছড়িয়ে পড়ে। তাই সারাবছর এদের সঙ্গে দেখা-সাক্ষাত করতে পারে না। অপেক্ষা করে থাকে এ দিনটির জন্য। দুই দেশের ভৌগোলিক সীমারেখা আলাদা করা হয়েছে কাঁটাতারের বেড়া তৈরি করে। কিন্তু সে কাঁটাতার আলাদা করতে পারেনি দুই দেশের মানুষের ভালবাসার টান। সুযোগ পেলে এ টানেই তারা ছুটে যান কাঁটাতারের বেড়ার কাছে, মিশে যান একে অন্যের সঙ্গে। অনেক দিন পর আপনজনের দেখা পেয়ে আবেগে কেঁদেকেটে বুক ভাসান, বুক হালকা করেন অনেকে। বিনিময় করেন মনের জমানো হাজারও কথা।
×