ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাহফুজ আনামের বিরুদ্ধে ৭২ মামলার কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ০৬:১১, ১২ এপ্রিল ২০১৬

মাহফুজ আনামের বিরুদ্ধে ৭২ মামলার কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দায়ের করা ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি করে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহাকারী এ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। এর আগে ৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে এই আদেশ দেন। সূত্র জানায়, মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছিল ১৭টি মামলায় এবং মানহানির অভিযোগে করা মামলা ছিল ৫৫টি। মোট ৭২টি মামলার কার্যক্রম সোমবার স্থগিত করা হয়। তবে তার বিরুদ্ধে করা আরও ১০টি মামলার নথিপত্র এখনও হাতে পায়নি আদালত। সেই সঙ্গে সিলেট জেলা জজ আদালতে করা একটি মামলা খারিজ করা হয়েছে বলে জানা গেছে। সেনা নিয়ন্ত্রিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়। সেসব মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিককে সে সময় গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল। তার ওই স্বীকারোক্তির পর ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিভিন্ন আদালতে ৮৩টি মামলা করা হয়েছে। মামলাগুলো আমলে নিয়ে এরই মধ্যে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং সমনও জারি করা হয়েছে। কয়েকটি মামলায় তিনি বিচারিক আদালত থেকে জামিন নিয়েছেন। এর মধ্যে সিলেটে একটি মামলা খারিজ হয়। বাকি ৮২টি মামলার মধ্যে বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদন করেন মাহফুজ আনাম।
×