ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে দুই পরিচ্ছন্নকর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪৭, ৯ এপ্রিল ২০১৬

ফরিদপুরে দুই পরিচ্ছন্নকর্মীকে কুপিয়ে  হত্যা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ এপ্রিল ॥ ফরিদপুরে দুই পরিচ্ছন্নকর্মীকে (সুইপার) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মিয়াপাড়া সড়ক ও আব্দুল আলী সংযোগ সড়কে ধারালো অস্ত্রের আঘাতে মাথা থেঁতলানো অবস্থায় মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখা যায়। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত দু’জনের একজন ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বান্ধবপল্লীর বাসিন্দা কিশোর জমাদারের ছেলে মানিক জমাদার (২৮)। অপরজন তার (মানিক) শ্যালক নাটোরের চৌকিরপাড় সুইপার কলোনির সন্তোষ জমাদারের ছেলে ভরত জমাদার (২২)। মানিক জমাদার ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন। মিয়াপাড়া সড়ক এলাকার বাসিন্দা আব্দুল আওয়াল মিয়া জানান, ভোর পাঁচটার দিকে তিনি মসজিদে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন। পথে পশ্চিম খাবাসপুর মহল্লার মিয়াপাড়া সড়ক ও আব্দুল আলী সংযোগ সড়কে মৃত ওয়াহাব মিয়ার নতুন বাড়ির সামনে দুটি মৃতদেহ রাস্তার ওপর পাশাপাশি পড়ে থাকতে দেখতে পান। মৃতদেহ দুটির পাশে পড়েছিল দুটি ঝাঁটা। মৃতের একজনের পরনে প্যান্ট-শার্ট ও অপরজনের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। পরে মানিকের বাবা কিশোর জমাদার ঘটনাস্থলে এসে তার ছেলের লাশ শনাক্ত করেন। নিহত মানিকের বাবা কিশোর জমাদার জানান, নিহত ভরত মানিকের শ্যালক। তিনি নাটোর থেকে বেড়াতে এসেছিলেন। ফরিদপুরে এলে তিনি তার জামাইবাবুকে কাজে সাহায্য করতেন। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে মানিক ও ভরত রাস্তা ঝাড়ু দিতে বের হন। এর পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল সাতটার দিকে হরিজনদের আবাসস্থল শহরের আলীপুর মহল্লার বান্ধবপল্লীর সামনে মুজিব সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে ও ইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কটি বন্ধ করে দেয় হরিজনপল্লীর বাসিন্দারা। সকাল নয়টার দিকে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বিক্ষোভস্থলে এসে ঘটনার বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ জমাদার বলেন, মানিক বা ভরতের কোন শত্রু ছিল না। কেন এদের এমন নৃশংসভাবে হত্যা করা হলো তার কোন কারণ আমরা বুঝে উঠতে পারছি না। এ ঘটনার প্রতিবাদে আমরা সড়ক বন্ধ করে দিয়েছি। ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফফার বলেন, মানিক ও ভরতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তাদের দু’জনেরই মুখম-ল খতবিক্ষত করে থেঁতলে দেয়া হয়েছে। তিনি বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিসয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুরের পর হরিজনরা আবার দু’জনের মৃতদেহ নিয়ে মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে বান্ধবপল্লীতে এসে শেষ হয়। হরিজনরা এ ঘটনার বিচার ও খুনীদের গ্রেফতার দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে।
×